• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


করোনামুক্ত হয়ে দলে ফিরলেন অ্যালেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ০২:৫৭ পিএম
করোনামুক্ত হয়ে দলে ফিরলেন অ্যালেন

ইংল্যান্ডের ‘দ্য হান্ডℱ্রেড’ ক্রিকেট খেলে সবার আগে বাংলাদেশে পৌঁছেন নিউজিল্যান্ড দলের ব্যাটসম্যান ফিন অ্যালেন। আসার দুই দিন পরেই করোনায় আক্রান্ত হন তিনি। পরপর দুই টেস্টে করোনা নেগেটিভ আসায় আবারও দলে ফিরছেন তিনি। এমনকি বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন তিনি। এমনটাই জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্লেন পকনাল। 

অ্যালেনের মতো ব্যাটসম্যান যদি দলে ফিরে আসে তাহলে নিউজিল্যান্ডের জন্য তা আরও ভালো হবে। নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্লেন পকনাল অ্যালেনের দলে ফেরা🌺য় আনন্দিত। তবে তাকে ম্যাচে খেলানোর ব্যাপারে আরও যাচাই করে নিতে চান তিনি। 

কোচ গ্লেন পকনাল বলেন, “দুটি পরীক্ষায় নেগেটিভ আসায় তিনি দল🔯ে ফিরেছেন, এটি আমাদের জন্য খুবই ভালো খবর।”

অ্যালেন দলে ফেরায় দলের শক্তি আরও বাড়বে জানিয়ে কোচ বলেন, “তিনি খুব আক্রমণাত্মক ব্যাটসম্যান। ইতিমধ্যে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সে তা করে দেখিয়েছে। সে আমাদের ব্যাটিং লাইন-আপে অনেক♍ বেশি শক্তি যোগ করবে। আশা করি সে শিগগিরই দলে ফিরতে পারবে। তাকে দলে বিবেচনা করা হবে কি না, তা তার ওপর নির্ভর করছে।”

গ্লেন পকন🌳াল আরও বলেন, সে সবেমাত্র কোভিড থেকে সুস্থ হয়েছে। তার শারীরিক অবস্থা এখন কেꦜমন, তা আমি জানি না। সে এখন সুস্থ আছে কিন্তু কোন ম্যাচে সে ফিরবে, তা আমদের মূল্যায়ন করতে হবে। 

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৬০ রানে গুটিয়ে যায় ব্ল্যাক ক্যাপসরা। জবাবে ৩০ বল বাকি থাকত൲েই ৭ উইকেটের সহজ জয় নিশ্চিত করে টাইগাররা। 

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৩ সেপ♌্টেম্বর। 

Link copied!