• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


খেলোয়াড়দের সমর্থন দিতে বললেন ডমিঙ্গো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২১, ০২:৪১ পিএম
খেলোয়াড়দের সমর্থন দিতে বললেন ডমিঙ্গো

সদ্য সমাপ্ত বাংলাদেশ-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। টাইগার ও অজিরাও পরিবর্তন করেছে উদ্বোধনী জুটি। তবুও রান খরা দেখা গিয়েছে ব্যাটসম্যানদের মধ্য। বিশেষ করে টাইগার অপেনার সৌম্য সরকার পাঁচ ম্যাচে করেছেন মাত্র ২৮ রান। তবুও অপেনারদের ফর্ম নিয়ে𝓀 প্রশ্ন তোলায় অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

টাইগার অপেনার মোহাম্মদ নাঈম শে꧂খের ব্যাট থেকে এই সিরিজে এসেছে ৯১ রান।  

অপেনারদের ফর্ম নিয়ে গণমাধ্যমের প্রশ্নে ডমিঙ্গো বলেন, "নাঈম তো ভালো করছে। আপনি কি জানেন নাঈম বাংলাদেশিদের মধ্যে টি-টোয়েন্টি র‍𒁏্যাংকিংয়ে শীর্ষে?" 

বাংলাদেশের ব্যাটসম্যানরা বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে খ𓄧েলেছে। খারাপ করলেও ব্যাটসম্যানদের পাশে আছে জানিয়ে কোচ বলেন, "আমি আপনাকে প্রশ্ন করব, এই সিরিজে কয়জন অপেনার ভালো রান করতে পেরেছে? অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ অনেক ভালো। হ্যাজলউড, স্টার্করা বিশ্ব সেরা বোলার🥂। পিচও ছিল ব্যাটসম্যানদের জন্য কঠিন। তারা তাদের সেরাটা চেষ্টা করছে।" 

জিম্বাবুয়েতে ক্রিকেটের ছোট ফরম্যাটেই সিরিজ সেরা হয়েছিলেন সৌম্য সরকার। সবাই সৌম্যর ব্ꦬযাটিং দুর্দশা নিয়ে সমালোচনা করলেও পাশে পাচ্ছেন কোচকে। ডমিঙ্গো বলেন, "দুই ম্যাচ পরই মানুষ সৌম্যকে নিয়ে সমালোচ꧅না শুরু করেছে। কিন্তু দুই ম্যাচ আগেই সে সিরিজ সেরা হয়েছিল। খেলোয়াড়দের সমর্থন দিতে হবে। এক-দুই ম্যাচে রান পেলে দল থেকে বাদ দেওয়া যাবে না। এই ব্যাপারে অনুগ্রহ করে আপনারা সংযত হন।" 

নিউজিল্যান্ড সিরিজে লিটন ও মুশফিকের😼 ফেরা নিয়ে কোচ বলেন, "দলে জায়গা ধরে রাখার জন্য প্রতিযোগিতা দারুণ ব্যাপার। মুশফিক ফিরবে পরের সিরিজেই। লিটনও ফিরবে আশা করি। তবে তামিম থাকছে না। ভালো খেলোয়াড়দের ফিরে পাওয়া অনেক স্বস্তির ব্যাপার। তবে তরুণদের ভালো করতে দেখে অনেক ভালো লাগছে।"

Link copied!