অবিশ্বাস্য, দাপুটে জয় এই বিশেষণগুলোও যথেষ্ট নয় বাংলাদেশ দলের জন্য। ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটের তিন ফ🌳রম্যাটেই অজিদের হারানোর স্বাদ পেল বাংলাদেশ।
অস্ট্রেলিয়া দলকে নিয়ে টাইগার বোলাররা ছেলেখেলা করেছে। এত অল্প পুঁজিতেও যে ম্যাচꦺ জেতা যায়, তা প্রমাণ করে দিল টিম টাইগার।
বাংলাদেশের এ ঐতিহাসিক জয়ের ম্যাচে নায়ক অলরাউন্ডার সাকিব আল ✨হাসান। ব্যাটিংয়ে দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন তিনি। তিনটি চারের মাধ্যমে এ রান করেন সাকিব। এছাড়া বল হালেও হতাশ করেননি, নিয়েছেন ২৪ রানের বিনিময়ে একটি উইকেট।
এছাড়া টাইগার বোলার নাস𒁏ুম আহমেদ নিয়েছেন ৪ উইকেট। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও তরুণ পেসার শরীফুল নিয়েছেন ২টি করে উইকেট।