জাতীয় দলের যেসব খেলোয়াড় বাদ পড়েছেন তাদের প্রস্তুত রাখার জন্য ছায়া জাতীয় দল গঠন করার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও দেখা যায়নি কোন অগ্রগতি। এবার জাতীয় দলের খেলার 🌌বাইরে থাকা খেলোয়াড়দের অনুশীলনের সুযোগ করে দিতেই একটি সিরিজের আয়োজন করতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনটাই জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুলꦦ আবেদিন নান্নু।
এইচপি ও ‘এ’ দলের মধ্যকার সিরিজটিতে তিনটি ওয়ানডে ও দুইটি চারদিনের ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। আগামী ২, ৪ ও ৬ সেপ্টেম্বর ওয়ানডে ও ৯ সেপ্টেম্বর চারদিনের✤ ম্যাচ অনুষ্ঠিত হবে চট্রগꩵ্রামে।
ꦇআবহাওয়া ভালো হলেই 🧸খেলোয়াড়রা মাঠে নামবে জানিয়ে নান্নু বলেন, “আশা করছি আবহাওয়া ভালো থাকবে, প্র্যাকটিস সেশন ভালো হবে।”
লাল বলের ক্রিকেটার♔রা দলে জায়গা পাবে জানিয়ে নান্নু বলেন, “আমরা ১৮ জনের একটা স্কোয়াড করেছি। বেশিরভাগই লাল বলের ক্রিকেটার। সাথে আরও কিছু খেলোয়াড়কে রাখা হয়েছে। সামনের সপ্তাহের মধ্যে দল পেয়ে যাবেন। ইতিমধ্যে জমা দিয়েছি। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের অনুমোদনের দরকার আছে। অনুমোদন পেলে দিয়ে দিব।”
নান্নু আরও জানান, &l🍌dquo;পরিকল্পনা হচ্ছে। এই পরিস্থিতি তো শুধু আমাদের দেশেই নয়, সব টেস্ট খেলুড়ে দেশেই। করোনা পরিস্থিতি, বায়োবাবলের কারণে সবখানেই সংগ্রাম করতে হচ্ছে। আশা করছি পরিস্থিতি ২-১ সপ্তাহের মধ্যে স্বাভাবিক হলে ‘এ’ দলের প্রোগ্রাম শুরু করতে পারব। এখনও কোনো সিরিজ নেই। ক্রিকেট অপারেশন্স বিভাগ চেষ্টা করছে। আশা করছি আগামী ২-১ মাসের মধ্যে শুরু করতে পারব।”