২৩৩ বছরের রেকর্ড ভেঙ্গে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সভাপতির দায়িত্ব নিয়েছেন ক্লেয়ার কনর। প্রথম মহিলা হিসেবে এমসিসির দায়িত্বে থাকবেন তিনি। শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারার স্থলাভিষিক্ত হলেন তিনি। ইংল্যান্ডের হয়ে মহিলা অ্যাশেজ জিতেছেন🍎 তিনি।
গতবছরই এমসিসির বার্ষিক ♕সাধারণ সভায় সভাপতি হিসেবে মনোনীত হলেও করোনার কারণে দায়িত্ব গ্রহণ করতে পারেননি তিনি। তাই মেয়াদ শেষেও এক বছর বেশী ✨দায়িত্ব পালন করতে হয় কুমার সাঙ্গাকারাকে। এরপর সকল সদস্যদের অনুমোদন সাপেক্ষে গত শুক্রবার (১ অক্টোবর) থেকে দায়িত্ব গ্রহণ করেছেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক।
এমসিসির মতো সম্মানের জায়গায় বসে নিজের রোমাঞ্চিত ক্লেয়ার কনর। বলেন, ‘এমসিসির সভাপতি হতে পেরে সত্যিই আমি গর্বিত। কুমার সাঙ্গাক🎃ারাকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে, এত গুরুত্বপূর্ণ ভূমিকায় আমার উপর আস্থা রাখার জন্য। খেলাধুলাকে আমি সারা জীবন ভালোবাসি।’
‘আমি আগামী ১২ মাসে ক্লা෴বের নꦫেতৃত্ব এবং কমিটির সঙ্গে কাজ করার জন্য ড্রেসিংরুম এবং বোর্ডরুম থেকে আমার অভিজ্ঞতার পরিসর তুলে আনার চেষ্টা করব। আমি সত্যিই এমসিসির অংশ হওয়ার জন্য মুখিয়ে আছি।’
১৯৯৫ সালে মাত্র ১৯ বছর 🌟বয়সে ইংল্যান্ড নারী দলে অভিষেক হয় কনরের। এরপর ২০০০ সালে ইংল্যান্ডে🌟র হয়ে অধিনায়কত্ব করেন তিনি। ২০০৫ সালে তার নেতৃত্বেই অ্যাশেজ ট্রফি জিতে ইংলিশ নারীরা।