• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


১০৭ রানের লক্ষ্য পেল আইরিশরা 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১, ০৫:৪৪ পিএম
১০৭ রানের লক্ষ্য পেল আইরিশরা 

বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে মূল পর্বে খেলার লক্ষ্য মাঠে নামেন আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। এই ম্যাচে টসে জিতে ব্যাট🍷িংয়ের সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের অধিনায়ক অ্যান্ডি বালবারনে। নির্ধারিত ২০ ওভার শেষে সব উইকেট হারিয়ে ১০৬ রান করে নেদারল্যান্ডস। ডাবল হ্যাট্রিক করেছেন আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার। 

নেদারল্যান্ডসের ওপেনার ম্যাক্স ওদৌদ তুলে নেন ফিফটি। মার্ক আডাইরের বলে আউট হওয়ার আগে🅘 তার ব্যাট থেকে আসে ৫১ রান। সাতটি চারের মাধ্যমꦇে এ রান করেন তিনি। আরেক ওপেনার কলিন আকেরম্যানের ব্যাট থেকে আসে ১১ রান। 

ইনিংসের দশম ওভারে নেদারল্যান্ডসের ব্যাটিং লাইনকে ধসিয়ে দেন কার্টিস ক্যাম্ফার। টানা চার বলে চার উইকেট তুꦚলে নিয়ে ইতিহাস রচনা করেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে ডাবল হ্যাট্রিক করা তিনিই একমাত্র বোলার। এছাড়া দেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে হ্যাট্রিক করেন তিনি। 

নেদারল্যান্ডসের অধিনায়ক পিটার সিলার ২১, লোগান ভান বিকের ব্যাট ไথেকে আ🙈সে ১১ রান। 

আয়ারল্যান্ডের কার্টি༒স ক্যাম্ফার চার, মার্ক আডাইর নিয়েছেন তিন উইকেট।♔ এছাড়া জশ নিটলের শিকার এক উইকেট। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!