সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ💜 আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন মিস্টার ৩৬০ ডিগ্রী। ফেসবুক ও টুইটারে আবেগঘন পোস্ট দিয়ে নিজের এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
শুক্রবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ডি 𒉰ভিলিয়ার্স লিখেন ‘এটা অসাধারণ যাত্রা ছিল, কিন্তু আম🌱ি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি পরের পোস্টে লেখেন, ‘আমার বড় ভাইদের সঙ্গে বাড়ির পেছনের উঠোনের ম্যাচগুলো থেকে শুরু করে আমি যতগুলো ম্যাচ খেলেছি, সবই খেলেছি বিশুদ্ধ আনন্দ ও সীমাহীন উৎসাহ নিয়🐎ে। এই ৩৭ বছর বয়সে এসে, অগ্নিশিখা আর ওতটা উজ্জ্বল হয়ে জ্বলছে না। এটাই বাস্তবতা, যা আমাকে মেনে নিতে হবে এবং এটা হঠাৎ করে মনে হতে পারে, সে কারণে আজ আমি এই ঘোষণা করছি। আমার সময় ছিল।’
ডি ভিলিয়ার্স আরও লেখেন, ‘ক্রিকেট আমার প্রতি অসাধারণ সদয় হয়েছে। দ্য টাইটান্স কিংবা প্রোটিয়া কিংবা আরসিবি অথবা বিশ্বজুড়ে খেলা হোক না কে💎ন, খেলাটি আমাকে অকল্পনীয় অভিজ্ঞতা ও সুযোগ দিয়েছে এবং তার জন্য আমি সবসময় কৃতজ্ঞ থাকব।’
এবি ডি’ভিলিয়ার্স এবার নিজের পরিবারকে বেশি সময় দিতে চান। তিনি লিখেছেন, ‘আমি প্রত্যেক সতীর্থ, প্রতিপক্ষ, কোচ, ফিজিও স্টা🦩ফ সদস্যদের ধন্যবাদ জানাতে চাই, যারা একই পথে সফর করেছে এবং দক্ষিণ আফ্রিকা, ভারত কিংবা যেখানেই খেলেছি সবার যে সমর্থন পেয়েছি তাতে আমি সম্মানিত।♈ শেষ কথা, আমি জানি আমার পরিবার- বাবা মা, ভাই, আমার স্ত্রী ড্যানিয়েল ও সন্তান যে ত্যাগ স্বীকার করেছে সেটা ছাড়া কিছুই সম্ভব হতো না। আমাদের জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য আমি মুখিয়ে রয়েছি।’