ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগার ক্যাপ্টেন মুমিনুল হক। প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। সেখানে থেকে ২০৪* রানের জুটি গড়ে দলকে খাদের কিনারা থেকে টেনে লিটন ও মুশফিক। লিটন ও𓂃 মুশফিকের অপরাজিত ইনিংসের প্রশংসা করেছেন পাকিস্তানি পেসার হাসান আলী।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (🏅পিসিবি) পক্ষ থেকে পাঠানো এক ভিডিও বার্তায় পাকিস্তানি পেসার হাসান আলী বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল, যদি আগে বোলিং করতে হয় তাহলে শুরু থেকেই উইকেট নেওয়ার চেষ্টা করব। আমরা এই পরিকল♓্পনায় সফলও ছিলাম। তবে আমাদের অবশ্যই প্রশংসা করতে হবে, যেভাবে মুশফিক ও লিটন যেভাবে ব্যাটিং করেছেন।’
হাসান আলী আরও বলেন, ‘তারা দুজন আমাদের হাত থেকে ম্যাচটা নিয়ে গেছে। আমার ম🍸তে, দুজনই দারুণ ইনিংস খেলেছে। প্রথম সেশনের পর বল ব্যাটে আসা শুরু হয়ে গিয়েছিল। আমরা ব্রেক থ্রু নিতে পারিনি। তবে টেস্ট ক্রিকেট এমনই। আমরা পরেরদিনের শুরুতেই উইকেট নিতে চেষ্টা করব।’
লিটন ১১৩* ও 𒁃মুশফিকের ৮২* রান করে অপরাজিত রয়েছেন। দিনশে🎀ষে ৪ উইকেট হারিয়ে ২৫৩ রান করেছে বাংলাদেশ।