বুধবার (১৯ জানুয়ারি) রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল প্রতিযোগিতার সফলতম দলটি। উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে হা𝓰রের পর গত শনিবার অ্যাস্টন ভিলার সঙ্গে ড্র করে তারꩵা।
চোটের কারণে দুই ম্যাচ খেলতে পারেননি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো🙈। ম্যাচের ৫৫ মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় ইউনাইটেড। ইয়েলাংয়ার গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। ৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ 🎐করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইউনাইটেড।
ম্যাচের ৭১ মিনিটে গ্রিনউডকে তুলে র্যাশফোর্ডকে নামায় ইউনাইটেড। ছয় মিনিট পরই কোচের সিদ্ধান্তকে স꧟ঠিক প্রমাণ করে স্কোরলাইন ৩-০ করেন এই ইংলিশ ফরোয়ার্ড। ম্যাচের ৮৫ মিনিটে ব্যবধান কমান আইভ্যান টনি।✱ ম্যাচের বাকি সময় কোনো গোল না হলে ম্যাচ শেষ হয় ৩-১ গোলে।
২১ ম্যাচে ১০ জয় ও পাঁচ ড্রয়ে 𓂃৩৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ইউনাইটেড। ১৪ নম্বরের ব্রেন্টফোর্ডের পয়🦹েন্ট ২৩।