চলতি মৌসুমেই ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছেড়ে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সাবেক ক্লাবে এসে প্রতি ম্যাচেই যেন গোল পাচ্ছেন এ পর্তুগিজ তারকা। সম্প্রতী পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকাকে দেখতে ক্রাচে ভর করে দুই কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন কলকাতার সৌম্য দাশগুপ্ত।
মোট এগারো জন বাঙালিকে নিয়ে ক্রিশ্চিয়ানো রো♈নাল্ডোর খেলা দেখতে ওয়েস্ট হ্যামের পৌঁছেন কলকাতার ম্যানচেস্ট🦩ার ইউনাইটেড সমর্থকদের সংগঠন। এ সংঘটনের মূল উদ্যোক্তা হলেন সৌম্য। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে রোনাল্ডোর প্রথম ম্যাচ দেখতে যেতে পারেননি তিনি। কারণ খেলতে গিয়ে পা ভেঙে যায় সৌম্যর।
কিন্তু সে ম্যাচ না দেখলেও ওয়েস্ট হ্যামের বিপক্ষে যে ম্যানইউ🅷য়ের ম্যাচ আছে তা ভালো করেই জানতেন সৌম্য। তখনই ঠিক করে ফেলেন রোনালদো ওয়েস্টহ্যামে আসলে সেই ম্যাচ মিস﷽ করবেন না তিনি।
কিন্তু এর মধ্যেও পা ভালো হয়ে উঠেনি সৌম্যর। আর সবচেয়ে হতাশার কথা হল খেলা চলাকালে ট্যাক্সি চলাচল করতে দেওয়া হয় না ওয়েস্ট হ্যামে। আর এদিকে পরিবার থেকেও বারবার বারণ করছিল ভাঙ্গা পা নিয়ে বাইরে না যেতে। প্রিয় তারকার খেলা এত কাছ থেকেও দেখতে পারবেন না, তা আর হতে দেননি সৌ♉ম্য। ফলে ভাঙ্গা পা নিয়ে ক্রাচে ভর করে দুই কিলোমিটার পাড়ি দিয়েই প্রিয় তারকার খেলা উপভোগ করেন তিনি। অবশ্য হতাশ হতে হয়নি তাকে, ২-১ ব্যবধ🍸ানে ম্যাচ জিতে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
রোনালদোকে সামনে থেকে গোল করতে দেখে সব যন্ত্রণা ভুলেই গিয়েছিলেন সৌম্য। বলেন, ‘দারুণ অভিজ্𒅌ঞতা। ঠিক করে নিয়েছিলাম, যাই হোক না কেন খেলা দেখতে যাবই। আসাটা সার্থক হল।ꦚ’
সৌম্য আরও বলেন, ‘স্টেডিয়ামের ভেতরে আনন্দ করতে পারিনি। গোলটার পর চিৎকার করেছিলাম। তবে আমাদের সামনে বসা কয়েকজন ওয়েস্টহ𝓰্যাম সমর্থককে দেখে চুপ করে ফেলি। আর সময় মতো ক্রাচটা হাতে নিয়ে নেই। ♔নয়ত ওরা আমাদের মারধর করতেই পারত।’
খেলা শেষ হওয়ার আগেই স্টেডিয়াম থেকে বের হয়ে গিয়েছেন সৌম্য। আর বাইরে এসে অনেক মজা করেছেন জানিয়ে সৌম্য বলেন, ‘একটা সময় মনে হচ্ছিল, যুবভারতীতে ভুল গ্যালারিতে বসে খেলা দেখছি। অনেক দিন ধরেই লন্ডনসহ ইউরোপের বিভিন্ন জায়গায় খেলা দেখেছি বলে জ𓆏ানি, এই পরিস্থিতিতে কী ভাবে নিজের উচ্ছ্বাস চেপে রাখতে হয়। আমি সেটাই করেছি। সব উৎসব স্টেডিয়ামের বাইরে করেছ🍸ি। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগেই আমি বেরিয়ে গিয়েছিলাম। কারণ আমাকে ওয়েস্টহ্যাম সমর্থকরা চিহ্নিত করে ফেলেছিল। ঝামেলায় জড়াতে চাইনি। তাই বেরিয়ে এসেছি।’
🎃৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে রোনালদোর ম൩্যানচেস্টার ইউনাইটেড।