ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের ৩৪তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়েছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ জিতলেও স্লো ওভার রেটের কারণে পুরো দলকে শাস্তܫি দিয়েছে আইপিএল কতৃপক্ষ। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে মরগানের দলকে।
এবারের আইপিএলে দ্বিতীয় বারের মতো স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হল অধিনায়ক মরগানের দলকে। এজন্য জরিমানা করা ℱহয়েছে ২৪ লক্ষ।
আইপিএল জানিয়েছে, “এই মৌসুমে দ্বিতীয় বার ওভার রেটের নিয়ম ভাঙল কলকাতা। ﷽তাই অধিনায়ককে ২৪ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে।”
দলের একাদশে থাকা ক্রিকেটা💖রদের প্রায় ৬ লক্ষ টাকা করে জরিমানা ক🐻রা হয়েছে।
এই ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় কলকাতা। প্রথমে ব্যাট🍸 করে স্কোরবোর্ডে ১৫৫ রান তুলে রোহিতরা।
জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। বেঙ্কটেশ আয়ার ও রাহুল ত্রඣিপাঠি দুইজনের ব্যাটেই আসে পঞ্চাশোর্ধ রান।
৯ ম্যাচে চার জয়ে পয়েন্ট টেবিলের𓆏 চতুর্থ স্থানে উঠে এসেছে কলকাতা।