• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মেসির সেরা রূপ দেখা যাবে এবারের মৌসুমে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৩, ২০২২, ০৪:৪৮ পিএম
মেসির সেরা রূপ দেখা যাবে এবারের মৌসুমে
ফাইল ছবি

প্রায় ২০ বছরের সম্পর্ক ছিন্ন করে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফ্রেঞ্চ ক্লাব প্♊যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিয়েছিলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। পিএসজির ডাগ আউটে মেসির প্রথম মৌসুমটা প্রত্যাশামাফিক কাটেনি।

লিগ ওয়ান কিংবা ইউরোপিয়ান লিগ, কোনটাই নিজের সহজাত খেলা দেখাতে পারেননি মেඣসি। তব🍰ু সাত বারের ব্যালন ডি অর জয়ী এই তারকার প্রতি আশাহত নন ক্লাবটির সভাপতি নাসের আল খেলাইফি।

২০২১-🐲২২ মৌসুমে পিএসজির জার্সি গায়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ গোল ও ১৪ অ্যাসিস্ট করেছেন মেসি। যেখানে ফ্রেঞ্চ লিগ ওয়ানে ৬টি ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে করেছেন আরও পাঁচটি গোল। তবে আসন্ন নতুন মৌসুমে মেসির ক্য🦂ারিয়ারের সেরা রূপ দেখা যাবে বলে বিশ্বাস পিএসজির সভাপতির।

সম্প্রতি ফ্রান্সের গণমাধ্যম ‍ไ‍`লা প্যারিসিয়ান‍‍`কে দেওয়া এক সাক্ষাৎকারে খেলাইফি বলেছেন, ‘‘মেসির খেলা সম্পর্কে কোন💃ো সন্দেহ নেই। সে সাতবার ব্যালন ডি অর জিতেছে। তবে মেসির এবারের মৌসুমটি সেরা ছিল না।’’

তিনি আরও যোগ করেন, ‘প্রায় ২০ বছর বার্সেলোনার হয়ে খেলারꦍ পর সে নতুন দেশে, নতুন শহরে, নতুন লিগে, নতুন দলে এসেছে। এখানে সম্পূর্ণ নতুন স🐎ংস্কৃতি। তার পরিবারের জন্যও এটি নতুন। এছাড়া করোনাভাইরাসের কারণেও সে পুরো ফিট ছিল না।’

নতুন মৌসুমে মেসির ওপর পূর্ণ আস্থা রাখছেন খেলাইফি। এই বিষয়ে তিনি বলেন, ‘‘গত মৌসুমটা মেসির জন্য সহজ ছিল না। তবে নতুন মৌসুমে আমরা ♎মেসির সবসময়ের সে꧅রা রুপটা দেখতে পাবো।’’

Link copied!