• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রোনালদোকে ছাড়া নেমে জিততে ব্যর্থ আল নাসর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ১২:০৩ পিএম
রোনালদোকে ছাড়া নেমে জিততে ব্যর্থ আল নাসর
আল শর্তার গোলমুখে আল নাসরের আক্রমণ। ছবি: সংগৃহীত

পাঁচবারের বিশ্বখ্যাত আন্তর্জাতিক পুরস্কার ব্যালন ডি‍‍’অর জয়ী পর্তুগালের বিশ্ব 𝔍নন্দিত ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো র🅷োনালদো। তিনি এখন ৯০১টি গোলের মালিক। 

৩৯ বছর বয়সী রোনালদো ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেন নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে। বর্তমানে সৌদি আরবের আল নাসর ক্লাবে খেলা রোনালদো চলতি নেশনস লিগেরই পরের ম্যাচে বদলী নেমে করেন জয়সূচক গোল। যা ছিল তার ৯০১তম গোল। তার নৈপূন্যেই পর্ত🐬ুগাল ২-১ গোলে পরাজিত করে স্কটল্যান্ডকে। 

কিন্তু এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সোমবার রাতে ইরাকের আল শর্তার বিপক্ষে ম্যাচে রোনালদোকে মাঠে নামায় নি তার সৌদি আরবের আল নাসর ক্লাব। খেস𒈔ারতও দিতে হয়েছে দলটিকে। ইরাকি ক্লাবের সঙ্গে  ১-১ গোলে ড্র করেছে আল নাসর। মূল্যবান পয়ে💯ন্ট হারাল রোনালদোর ক্লাবটি। 

ম্যাচের ১৪ মিনিটের সময় আল নাসর অবশ্য সুলতান আল ঘান্নামের গোলে এগিয়ে যায়। কিন্তু ২৪ ম🤪িনিটের মাথায় গোল করে সমতা আনে আল শর্তা। গোলটি করেন মোহাম্মাদ দাউদ। 

Link copied!