শেরপুরের শ্রীবরদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান মিজান (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্য🔯ু হ💫য়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্ওবর) সকালে উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা গ্রামে🀅 এই ঘটনা ঘটে।
নিহত মিজান ওই গ্রামের মৃত পোস্টমাস্টা༺র কদম আলীর ছেলে। মিজান চলতি বছর ভারেরা ছমির উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নিজেদের নতুন ঘরের কাজ করার সময় বিদ্যুৎ-সংযোগ🧜ের জন্য খুঁটি থেকে তার আনতে গিয়ে মিজান বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন মিজানের দুই চাচাতো ভাই ইমরান (৩১) ও বিপুল (২৭)।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম 🦂খান সিদ্দিকী হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন,🐬 এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।