ভক্তরা তাদের প্রিয় তারকার জন্য কতকিছুই না করে। আর্জেন্টাইন অধিনায়ক ও সর্বকালের সেরা ফুটবলারের একজন লিওনেল মেসির ভক্তের অভাব নেই। এবার সাবেক বার্সা লিজেন্ডের এক নারী ভক্ত জানিয়েছেন মেসি যদি সপ্তম ব্যালন ডি'অর জিতেন তাহলে তিনি প্যারিসের রাস্তায় নগ্ন হবেন। ব্রাজিলীয় মডেল সুজি কোর্টেজ এমন ঘোষণা দিয়েছেন।
নগ্ন হওয়ার ঘোষণা দেওয়া মেসির নারী ভক্ত হলেন ব্রাজিলীয় মডেল সুজি কোর্টেজ। ১৯৯০ সালের ১৬ মে ব্রাজিলের সাও পাওলোয় জন্মগ্রহণ করেন তিনি। মডেলিংয়ের চেয়ে মেসি-ভক্ত হিসেবে বেশি পরিচিতি পেয়েছেন ৩১ বছর বয়সী সুজি। নেটমাধ্যমে সুজির বিভিন্ন অ্যাকাউন্টে দেখা যায় মেসির ট্যাটু করেছেন তিনি। আজ রাতেই ঘোষণা করা হবে ব্যালন ডি'অরের।
এদিকে সুজি কথা দিয়েছেন মেসি প𝔍ুরষ্কার জিতলে প্যারিসের স্তাদ দ্য ফ্রান্সের সামনে সম্পূর্ণ নগ্ন হয়ে আসবেন তিনি। সু𒁃জি বলেন, ‘‘আমার স্বপ্ন মেসির জন্য নগ্ন হওয়া। মেসি আমার কাছে সব কিছু।’
মেসি ও রোনালদোর ম❀ধ্যে মেসিকেই এগিয়ে রেখেছেন সুজি। বলেন, ‘‘রোনালদোলকে খারাপ লাগে না। কিন্তু মেসি ওর থেকে অনেক অনেক ভালো। মাঠে মেসি অনেক ভালো রোনালদোর চেয়ে। আর আমি কল্পনায় যা দেখি, তাতেও মেসি অনেক এগিয়ে।’’
মেসিকে এত ভালোবাসার কারণে শরীরের বিভিন্ন স্থানে মেসির ট্যাটু করেছেন সু🌟জি। এজন্য অবশ𒁏্য মাঝেমাঝেই সমস্যায় পড়তে হয় তাকে। সুজি বলেন, ‘‘যখন সঙ্গমে লিপ্ত হই, তখন পুরুষরা মেসির ট্যাটু দেখে মুখ বেজার করে। হয়ত তাদের সঙ্গমের মেজাজটাই বিগড়ে যায়।’’
মেসির একটি জার্সি ছিল সুজির কাছে। করোনা মহামারির সময় তা নিলামে বিক্রি করে দিয়েছেন তিনি। দুঃস্থদ🐟ের মাঝে মাস্ক এ꧒বং স্যানিটাইজার দেওয়ার জন্য সেই জার্সি নিলামে তুলেছিলেন সুজি। খেলার মাঠের নায়করা সফল হলে মডেলরা আগেও নগ্ন হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। মুম্বাইয়ের মডেল পুনম পান্ডে ২০১১ সালে বলেছিলেন, ভারত বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হলে তিনি নগ্ন হবেন।
২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল ভারত। কিন্তু শচিন, ধোনিদের জন্যꦜ শেষ পর্ꦺযন্ত নগ্ন হননি পুনম। এখন দেখার বিষয় যে মেসি পুরস্কার জেতেন কি না। আর মেসি জিতলে সুজি প্যারিসের রাস্তায় নগ্ন হবেন কি না তাও দেখার বিষয়।