• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মাটিতে শুয়ে পড়লেন মেসি, ধারাভাষ্যকারের আক্ষেপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৭:৫১ পিএম
মাটিতে শুয়ে পড়লেন মেসি, ধারাভাষ্যকারের আক্ষেপ

ফুটবল ইতিহাসের সর্বোচ্চ শব্দের সমাথর্ক বলা যায় মেসিকে। কারণ ব্যক্তিগত পুরষ্কারের বেশীর ভাগেই জড়িত আর্জেন্টাইন অধিনায়কের নাম। কি নেই মেসির অর্জনে! ব্যালন ডি'অর, পিচিচি, গোল্ডেন শু, ইউরোপের সর্বোচ্চ গোল, সর্বোচ্চ এ্যাসিস্ট, লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলের মালিক। তারপরেও কেন মেসিকে দেখা গেল এমন অবস্থায়?

তো একটু খুলেই বলা যাক। চ্য♛াম্পিয়ন্স লিগের সাবেক গুরু পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটির মুখোমুখি হয়েছিল মেসির পিএসজি। ম্যাচের যোগ করা সময়ে ফ্রি-কিক পেয়েছিলেন ম্যানসিটির রিয়াদ মাহরেজ। ফ্রি-কিক পেলে গোল হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। তাই প্রতিপক্ষের খেলোয়াড়রা তৈরি করে মানব দেয়া🍸ল।

আধুনিক ফুটবলে মানব দেয়ালের নিচ দিয়েও গোল করতে দেখা যায় অনেককে। মানে প্রতিপক্ষের খেলোয়াড়ের যখন লাফ দেয় ঠিক সেসময়ই দেয়া💃লের নিচে ফাঁকা তৈরি হয়। আর এ ফাঁকা কাজে লাগিয়ে গোল করে ফেলেন অনেকে। তাই এই জায়গা যেন ফাঁকা না থাকে সেজন্য সেখানে একজন খেলোয়াড়কে শুয়ে পড়তে দেখা যায়। 

ম্যানসিটি যেহেতু ফ্ജরি-কিক পেয়েছিল তাই বাধ্য হয়েই নেইমারদের অবশ্যই তৈরি করতে হতো মানব দেয়াল। তাহলে মানব দেয়ালের নিচেꦺ যে ফাঁকা থাকে সেখানে দাঁড়াবে কে? এদিকে পিএসজি ক্যাপ্টেন মারকুইন্স যখন বারবার করে বলছিলেন নিচে একজনকে আসতে। কিন্তু এগিয়ে আসবে কে, সবাইতো সবার কাজে ব্যস্ত। ঠিক সে সময় প্রতিপক্ষের শট ব্লক করার জন্য মাটিতে শুয়ে পড়লেন সর্বকালের সেরাদের একজন। এ তো অবিশ্বাস্য! 

মেসি বলেই এমনটা সম্ভব হয়েছে। এমন দৃশ্য দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না পিএসজির খেলোয়াড় হেরেইরা।ꦦ তা অবশ্য ফুটে উঠেছে তার মুখের অভিব্যক্তিতেই।  

অবশ্য ম্যাচ শেষে এই কান্ড নিয়েই আলোচনা করেছেন বিটি স্পোর্টসের দুই ফুটবল বিশ্লেষক ওয়েন হারগℱ্রেভস ও রিও ফার্দিনাদ। এ কাণ্ড দেখে পিএসজি কো♋চকে একহাত দিয়েছেন তারা। 

হারগ্রেভস বলেন💖, ‘আমি এটা বিশ্বাস করতে পারছি না। তিনি সর্বকালের সেরাদের একমাত্র না হলেও, অবশ্যই তিনি সর্বকালের সেরাদের একজন।’

আরেক বিশ্লেষক ফার্দিনান্দ বল🦹েন, ‘পচেত্তিনো যখন তাকে ট্রেনিং গ্রাউন্ডে এটা প্র্যাকটিস করতে বলেছ🐲িল, তখনই অন্য কাউকে গিয়ে বলা উচিত ছিল না, না, মেসির সঙ্গে এটা কখনোই হতে পারে না। আপনি এটা করতে পারেন না। এটা অসম্মানজনক। আমি হলে এটা করতে দিতাম না। যদি আমি দলে থাকতাম, বলতাম, দরকার হলে আমি তোমার জন্য শুয়ে পড়বো।’

মেসির সঙ্গে এমন আচরণ কিছুতেই মানতে পারছেন না ফার্দিনান্দ।  তিনি বলেন, ‘আমি তাকে এভাবে শুয়ে পড়তে ♕দিতামই না। এটা দেখা যায় না। তার জার্সি নোংরা হতে পারে না। মেসির বেলায় এটা হতেই পারে না।’ 

ম্যানসিটি🌸কে ২-০ গোলে হারি🐎য়েছে পিএসজি। দুটি গোলের একটি করেছেন লিওনেল মেসি ও আরেকটি ইদ্রিসা গুয়ে। 

Link copied!