টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর থেকে ভারত বিদায় নিয়েছে গত রোববার (৭ নভেম্বর)। তবে নিজেদের ম্যাচে হেরে নয়, বরং আফগা🤪নিস্তান-নিউজিল্যান♛্ড ম্যাচে কিউইদের জয়ে নিশ্চিত হয় ভারতের বিদায়।
আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড জয়ের ফলে পাকিস্তানের সঙ্গে তারাও সঙ্গী হলো শেষ চারের। আফগানদের বিদায়ের পাশাপাশি ভারতেরও বিদায় হয়ে যায়। সোমবার 🉐(৮ নভেম্বর) নামিবিয়ার বিপক্ষে শেষ নিয়ম রক্ষার ম্যাচে নামবে বিরাট কোহলিরা।
ভারতের বিদায়ে সমালোচনা-আলোচনা চলছে চারদিকে। সাবেক ক্রিকেটাররা কাটাছেঁড়া করছেন, বিশ্লেষণ করছেন। কেউ কেউ খোঁচা দিতেও ভুলছেন না। আফগান-কিউইদের ম্যাচের পর ভারতের ডানহাতি ব্যাটার বীরেন্দ্রর শেবাগ টুইটারে একটি ট্রল ভিডিওর ছবিজুড়ে দেন, সেখানে ভারতের বিদায়ের ইঙ্গিত দেওয়া আছে। ক্যাপশনে অবশ্য ভারতকে মেন🤡শন করেন তিনি।
ভারতীয় আরেক অ෴লরাউন্ডার ইরফান পাঠান লেখেন, “পরবর্তী সময়ে ꦏআরও ভালো পরিকল্পনা হোক।”
সাবেক ভারতীয় ব্যাটার জসিম জাফরও একটি ট্রল ছবি পোস্ট করে ভারতের বিদায়কে ইঙ্গিত করেছেন। সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার ভি ভি এস লক্ষ্মণ অবশ্য ভারতের ꦬপ্রসঙ্গই তো🍒লেননি। তিনি নিউজিল্যান্ডের ফিল্ডিংয়ের প্রশংসা করেছেন।