• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন পাইলট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১, ০৩:৪৫ পিএম
বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন পাইলট

আগামী ৬ অক্টোবরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর✤্ডের নির্বাচন। আসন্ন এ নির্বাচনে কার্যনির্বাহী প🔯র্ষদের প্রার্থী হচ্ছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এজন্য রাজশাহী বিভাগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।

বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার জন্য রাজশাহী বিভাগের কাউন্সিলরদের সহায়তা আশা করে সাবেক অধিনায়ক পাইলট বলেন, ‘খুব ইচ্ছা ছিল ক্রিকেটের সঙ্গে কাজ করার। অবসরের পর থেকে মাঠে, রুট লেভেলে কাজ করে আসছি। রাজশাহী বিভাগ থেকে মনোনয়নপত্র🤡 তুললাম। রাজশাহী বিভাগের কাউন্সিলররা যদি সহায়তা করেন আশা করি বোর্ডে আসব। আমি আশা করি অভিজ্ঞতা বোর্ডের সাথে ভাগাভাগি করতে পারব।&rsq𒁏uo;

নিজের ক্রিকেট অভিজ্ঞতা বোর্ডের সঙ্গে ভাগাভাগি করার ইচ্ছা জানিয়ে পাইলট বলেন, &lsq𓆉uo;রাজশাহী অঞ্চ𝔉লে ক্রিকেটের অবকাঠামোর বাজে অবস্থা, খুবই দুঃখজনক। সব জেলায় খেলা হয় না। আম্পায়ার, কোচদের সুযোগ-সুবিধা কম। যদি রাজশাহীর ৮ জেলার কাউন্সিলররা আমাকে যোগ্য ব্যক্তি মনে করেন, আমি আমার ক্রিকেটীয় অভিজ্ঞতা বোর্ডের সাথে ভাগাভাগি করতে চাই।’

পাইলট আরও বলেন, ♈‘যেভাবে যাচ্ছি তা খুবই ধীর প্রক্রিয়া। আমার যে মেধা আছে তার পুরোটা প্রয়োগ করতে চাই। পুরোটা সময় আমি মাঠে সময় কাটিয়েছি। প্রত্যেক মানুষ আশা করে আমরা কিছু একটা করব। সেই দায়িত্ববোধ থেকে আমার মনে হয়েছে এটাই সেরা সময়। পাইꦬলট প্রজেক্টের মতো দেখাতে চাই একটি বিভাগের ক্রিকেট সংস্কৃতি কেমন হওয়া উচিত।’

Link copied!