বিশ্বকাপের প্রথম রাউন্ডে🔜র ম্যাচে অনন্য এক রেকর্ড গড়েছেন আয়ারল্যান্ডের বোলার কার্টিস ক্যাম্ফার। নেদারল্যান্ডসের বিপক্ষে ডাবল হ্যাট্রিক করেছেন এই আইরিশ। এছাড়া 🌠প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে টানা চার বলে চার উইকেট নিয়েছেন তিনি।
বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে আয়ারল্যান্ডকে অল্প রানে গুটিয়ে আইরিশরা। ইনিংসের দশম ওভারের দ্বিতীয় বলে অ্যাকেরম্যান, তৃতীয় বলে রায়ান টেন ডেসকাটকে আউট করে হ্যাট্রিকের আশা জাগান তিনি। পরের বলে এডওয়ার্ডসকে আউট করে হ্যাট্রিক পূরণ করেন। এরই মাধ্যমে প্রথম আইরিশ ক্রিকেটার হ🔯িসেবে হ্যাট্রিকের ইতিহাস লেখেন তিনি।
ঠিক এর পরের বলেই ভ্যাಌন ডের ম্যারুইকে বোল্ড করে ডাবল হ্যাট্রিক করে বৈশ্বিক রেকর্ডের অংশ হয়ে যান তিনি। এছাড়া বিশ্বকাপে টানা চার বলে চার উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার তিনি।
এরআগে এই রেকর্ডটি ছিল শ্রীলঙ্কান গ্রেট লাথিস মালিঙ্গা ও আফগানিস্তানের রশীদ খানের। ডাবল হ্যাট্রিকে এই রেকর্ডটি দুইজনেই করেন ২০১৯ সালে। আয়ারল্যান্ডের বিপক্ষে রেক▨র্ড করেন রশীদ খান আর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড করেন মালিঙ্গা।