দেখতে দেখতে স্ত্রীর সঙ্গে জীবনের ৭টি বছর অতিবাহিত করে ফেলেছেন মুশফিকুর রহিম। 🦩এবার সপ্তম বিবাহবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্♋ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডিকে নিয়ে আবেগঘন এক বার্তা দিয়েছেন দেশসেরা এই ব্যাটসম্যান।
শুক্൲রবার (২৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুশফিক লেখেন, “আলহামদুলিল্লাহ, ৭টি সুখের🐻 বছর অতিক্রম করলাম। হয়তো স্বামী হিসেবে আমি নিখুঁত নই। কিন্তু তুমি আমার নিখুঁত জীবনসঙ্গী। বেহেশত থেকে উপহার পাওয়া আত্নার আত্মীয়।”
স্ত্রীর কাছ থেকে অনেক কিছু শিখেছেন জানিয়ে মুশফিক লেখেন, “ইনশা আল্লাহ্, ভালো মাꦺনুষ হয়ে ওঠার জন্য চেষ্টা চালিয়ে যাব এবং তোমার♋ কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি প্রিয়তমা।”
স্ত্রীকে ভালোবাসার ক🥂থা জান🦹িয়ে মুশফিক লেখেন, “দয়া করে শেষনিশ্বাস পর্যন্ত আমার সঙ্গে থাক। তোমাকে অনেক ভালোবাসি।”
শেষে কয়েকটি ভালোবাসার ইমুজি দিয়েছেন দেশসেরা এই ব্যাটসম্𒁏যান।
জান্নাতুল কিফায়াত বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর স্ত্র♛ীর ছোট বোন। ২০১৪ সালে বিয়ে হয় মুশফিক ও মন্ডির। তাদের দাম্পত্য জীবনে রয়েছে একটি ছেলে, যার নাম শাহরোজ রহিম মায়ান।