আনহেল ডি মারিয়ার বয়স ৩৪ বছর। তাতে কী?🦩 এখনো যে মাঠে নামলে তেতে থাকেন। গত কোপার আসরে তার একমাত্র গোলেই ব্রাজিলকে হারিয়ে শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। ক্লাব তো বটেই, জাতীয় দলেও তার ধারাবাহিক গোলের নজির।
সম্প্রতি পিএসজি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ডি মারিয়া৷ কোন ক্লাবে য💮ুক্ত হবেন কাতার বিশ্বকাপের পর ঠিক করবেন জানালেও গুঞ্জন শ🌟োনা যাচ্ছে বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন এই তারকা। এবং গণমাধ্যমের খবরে প্রকাশ, খেলোয়াড়ও স্প্যানিশ ক্লাবে যোগ দিতে আগ্রহী।
বার্সেলোনার আর্থিক দুরবস্থার কথা নতুন নয়। এর আগে আর্জেন্টাইন আরেক তারকা খেলোয়াড় লিওনেল মেসিকে ক্লাব ছাড়তে হয় আর্থিক টানাপোড়েনের কারণেই। এই কারণ𒆙ে এই চুক্তি নির্ভর করে উসমানে ডেম্বেলের কাতালান ক্লাব ছাড়ার উপরে। ডি মারিয়াকে জুভেন্টাসের পক্ষ থেকে ক্লাবে নিতে আগ্রহী হলেও জানা যায়, তিনি বার্সাতেই তার পরবর্তী ঠিকানা নিশ্চিত করতে চান।
অন্য একটি রিপোর্টে বলা হয়েছে যে, ডি মারিয়া ইতিমধ্যে বার্সেলোনায় যাওয়ার জন্য সম্মতি জানিয়েছেন। উভয় পক্ষই চুক্তির বিষয়ে আলোচনা🍎 করেছে এবং এটি হতে পারে এক বছরের চুক্তি। এরপরের মৌসুমে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরে যেতে চান এই আর্জেন্টাইন।