• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পিএসজির হয়ে প্রথম গোল করে ‘খুশি’ মেসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৪:৪০ পিএম
পিএসজির হয়ে প্রথম গোল করে ‘খুশি’ মেসি

লিওনেল মেসি, গোল করা যার কাছে ছিল ডাল-ভাত। কিন্তু তাকেই নতুন ক্লাবের জার্সিতে দেখা গেছে গোল খরায় ভুগতে। পিএসজির হয়ে মাঠে নেমেছিলেন চার-চারটি ম্যাচে, কিন্তু গোলের খাতা🌳 যেন খু𓂃লতেই পারছিলেন না। সর্বকালের সেরা ফুটবলারদের এমন একজনের পা থেকে যদি গোল না আসে তাহলে ভক্ত-সমর্থকদে জন্য অবশ্যই বেদনাদায়ক। তবে পিএসজির হয়ে নিজের নামের পাশে গোল স্কোরার হতে অপেক্ষা বাড়াতে হল না মেসিকে। স্বপ্নের গোল পেয়ে গেলেন সাবেক প্রিয় কোচের দলের বিপক্ষেই। তাহলে গোল করে কেমন অনুভূতি হচ্ছে ছয় বারের ব্যালন ডি’অর জয়ীর? 

দলের হয়ে প্রথম গোল করা সবসময়ই বিশেষ কিছু। মেসির বেলায়ও তো তাহলে তার ব্যতিক্রম হওয়ার কথা না। বিশ্বজোড়া ভক্তকূলের মতো সাবেক বা🦩র্সেলোনা অধিনায়কও খুশি গোল করতে পেরে। বলেন, ‘আমি অনেক খুশি যে গোল করতে পেরেছি।’  

প্যারিসের জায়ান্ট ক্লাব পিএসজিতে রয়েছে একঝাঁক তারার মেলা। দলে এত তারকা থাকলে ম্যাচে মানিয়ে নেওয়া সবসময়ই ঝালেমার। তবে এই ঝামেলা থেকে বের হওয়ার পথ বাতলে দিচ্ছেন মেসি নিজেই। বলেন, “আমি পিএসজিতে আসার পর খুব বেশি ম্যাচ খেলিনি। পার্ক দেস প্রিন্সেসে এটা আমার দ্বিতীয় ম্যাচ। আমি ধীরে ধীরে আমার নতুন পরিবেশ, নতুন ক্লাব আর নতুন সতীর্থদের সঙ্গে নিজেকে মানিয়ে নি𝔍চ্ছি।”

দলে তারকাদের꧋ একসঙ্গে অনেক ম্যাচ খেলাই সমাধান মেসির মতে। প্রতিপ🙈ক্ষের বিপক্ষে ত্রাস ছড়াতে সামনের ম্যাচগুলোতে নিজেদের সেরাটা দেওয়ার ইচ্ছা এই আর্জেন্টাইন অধিনায়কের। মেসির মতে, ‘আমরা যত বেশি একসঙ্গে খেলব, তত বেশি দলের কাজে আসতে পারব। সবাইকে একসঙ্গে উন্নতি করতে হবে। একই সঙ্গে মান বাড়াতে হবে। আমরা আজ ভালো খেলেছি। সামনের ম্যাচগুলোতেও আমাদের নিজেদের সেরাটা দিয়ে যেতে হবে।’

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে সর্বজয়ী কোচ ও প্রিয় সাবেক কোচের বিপক্ষেই প্রথম গোল করলেন মেসি। তবে নিজের দল হারলেও মেসিকে শুভকামনা জানাতে কোনো রকম কার্পণ্য করেনি বর্তমান ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওয়ালা। বলেন, ‘মেসির প্রতি আমার সব সময়ই শুভকামনা আছে। আমি চাই মেসি পিএসজিতে আনন্দে থাকুক এবং এখানকার প্রতিটি মুহূর্ত উপভোগ করুক। আজ মেসির সঙ্গে দেখা হয়ে 🦩খুব ভালো লাগল।’

লিগ ওয়া♋নের ম্যাচে 🤪আগামী ৩ অক্টোবর রেনেসের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!