আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ছয় বলে অপরাজিত ১৮* রান করেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির কাছ থেকে এমন বিধ্বংসী ইনিংস এবারই প্রথম নয়। এমন বিধ্বংসী ইনিংসে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। এ কারণেই ধোনিকে ‘সেরা ফিনিশার&♛rsquo; হিসেবে তকমা দিয়ে টুইট করেছিলেন তারই সাবেক সতীর্থ বিরাট কোহলি। কিন্তু তা আবার মুছে দিলেন কোহলি।
পরে অবশ্য আগের টুইটের লেখাটা ঠিকই রাখলেন। কিন্তু সঙ্গে যুক্ত করলেন আরও একটি শব্দ। শুধুমাত্র 'সর্বকালের' শব্দটি যোগ করলেন তিনি। অর্থাৎ ধোনি শুধু ‘সেরা ফিনিশার’ নন, তিনি ‘সর্বকালের সেরা ফিনিশার’।
দি💮ল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচের পরেই কোহলি টুইট করেন। 𒊎লেখেন, ‘এবং রাজা ফিরে এলেন (কিং ইজ ব্যাক)। এই খেলার সেরা ফিনিশার। আজ রাতে আবারও আমাকে নিজের জায়গা থেকে লাফিয়ে উঠতে বাধ্য করলেন।’
এর ঠিক ২০ মিনিট পরে বিরাটের অ্যাকাউন্ট আরও একটি নতুন টুইট আসে। প্রথম টুইটটি মুছে দিয়ে কোহলি লেখেন, ‘এবং রাজা ফিরে এলেন (কিং ইজ ব্যাক)। এই খেলার ꦗসর্বকালের সেরা ফিনিশার। আজ রাতে আবারও আমাকে নিজের জায়গা থেকে লাফিয়ে উঠতে বাধ্য করলেন।’
বিরাটের সেই নতুন টুইটে আনন্দিত অনেক নেটিজেন। আবেগতাড়িত হয়ে এক ধোনি ভক্ত এক নেটিজেন লিখেছেন, 'সর্বকাল যোগ করেছেন।' একজন আবার লিখেছেন, ‘এটাই ব্রোম্যান্স।’