অ্যাডিলেড টেস্টের প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও নিজেদের আধিপত্য ধরে রাখল স্বাগতিক অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের সামনে বড় রানের চ্যালেঞ্জ ছুঁড়ে শুরুতেই ইংলিশদের দুই উইকেট তুলে নিয়েছে অজিরা। ফলে অ্যাডিলেড টღেস্টের নিয়ন্ত্রণ অনেকটা এখন অজিদের হাতে।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দিন শেষে দুই উইকেট হারিয়ে ২২১ রান করে অস্ট্রেলিয়া। প্রথম দিন শেষে ৯৫ রানে অপরাজিত ছিলেন মার্নাস লাবুশেন আর ১৮ রানে স্টিভ স্মিথ। দ্বিত🐻ীয় দিনে এসে সেঞ্চুরি তুলে নেন লাবুশেন। রবিনসনের বলে এলবিডব্লি🤡ও হওয়ার আগে ১০৩ রানের ইনিংস খেলেন লাবুশেন।
এরপর দ্বিতী🗹য় টেস্টে দলের অধিনায়কত্ব পাওয়া স্টিভ স্মিথ ও ট্রেভিস হেড মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। কিন্তু ১৮ রানেই বিদায় নেন হেড। ক্যামেরন গ্রিন নেমꦦে করতে পেরেছেন মাত্র দুই রান।
একপাশ আগলে রাখলেও সেঞ্চুরি বঞ্চিত হন স্মিথ। ৯৩ রানে অ্যান্ডারসনের এলবিডব্লিওর ফাঁদে পড়েন তিনি। এরপর অ্যালেক্স ক্যারির ৫১, মিচেল স্টার্কের ৩৯ প মিচেল নেসের ৩৫ রানে ৪৭৩ রানে নিজꦛেদের ইনিংস ঘোষণা করে অজিরা। ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নিয়েছেন বেন স্টোকস, দুইটি নিয়েছেন জেমস অ্যান্ডারসন। আর একটি করে উইকেট নিয়েছেন স্টুয়ার্ড ব্রড, ক্রিস ওকস, অলি রবিনসন ও জো রুট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। দলীয় ৭ রানেই ররি বার্নসের উইকেট হারায় ইংল্যান্ড। তার ব্যাট থেকে আসে ৪ রান। এছাড়া অন্য ওপেনার হাসিব হামিদও দ্রুতই ফিরে꧃ন সাজঘরে। ৬ রান এসেছে তার ব্যাট থেকে। দিনশেষে ২ উইকেট হারিয়ে ১৭ রান করেছে ইংল্যান্ড। ১ রানে অপরাজিত আছেন ডেভিড মালান আর অধিনায়ক জো রুট অপরাজিত আছেন ৫ রানে।