ইংলিশ অল রাউন্ডার মঈন আলী টেস্ট ক্রিকেট থেকে অꦓবসরের ঘোষণা দিয়েছেন। তবে সাদা বলের ক্রিকেট ও টি-টোয়েন্টি ফ্র🀅্যাঞ্চাইজিতে খেলা চালিয়ে যাবেন তিনি।
৩৪ বছর বয়স্ক মঈন ইংল্যান্ডের হয়ে ৬৪টি টেস্ট🐠 খেলেছেন। বর্তমানে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন তিনি।
আইপিএল শেষে ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন তিনি। এরপর আবার রয়েছে অ্যাশেজ 🐼সিরিজ। টানা তিনটি জৈব সুরক্ষা বলয় এবং পরিবার থেক🧔ে বিচ্ছিন্ন থাকার ধকল নিতে চাইছেন না এ স্পিনিং অলরাউন্ডার।
মঈন আলীর বরাত দিয়ে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, টেস্ট ক্রিকেট থেকে নিজের অবসরের সিদ্ধান্ত এরই মধ্যে ইংলিশ কোচ ক্রিস সিলভারউড ও টেস্ট অধিনায়ক জো রুটকে জানিয়ে দিয়েছ⭕েন মঈন।
২০১৪ সালের জুনে লর্ꦓডসে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয় মঈন আলীর। ৬৪ টেস্টে দল♓ের হয়ে ২৯১৪ রানের পাশাপাশি নিয়েছেন ১৯৫ উইকেট।