বিশাল ছয় মারার জন্য ওয়েস্ট ইন্ডিয়ানদের ধারেকাছেও কেউ নেই। তারা মাঠে থাকা ♎মানে বোলারদের আতঙ্ক। তা꧃দের মধ্যে একজন হচ্ছেন হার্ড হিটার আন্দ্রে রাসেল। বিশেষ করে টি-টোয়েন্টিতে গত কয়েক বছরে নিজেকে অন্য উচ্চতায় নিয়েছেন তিনি। কীভাবে এত বড় ছয় হাঁকান, তার রহস্য উন্মোচন করেছেন রাসেল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বড় ছয় হাঁকানোর বিষয়ে রাসেল বলেন, “নিজের শরীরকে শক্তিশালী করে তুলতে প্র🐈তিদিন ২০-৩০টি পুশ-আপ দিই। কারণ, এমনিতে ১০০ মিটার বা তারও বেশি দূরে হয়তো বছরে এক-দুবারই ছয় মারতে পারব। ক🦋িন্তু ধারাবাহিকভাবে সেই কাজ করে যেতে হলে শরীরের যত্ন রাখাটাও গুরুত্বপূর্ণ।”
ছক্কা হাঁকানোর ক্ষেত্রে অন্য সবার চেয়ে আলাদা রাসেল। বলেন, “☂বল ব্যাটে লাগার সময় বেশির ভাগ সময় শরীরের যাবতীয় শক্তি দিয়ে ব্যাট চালাই। অনেকে আবার সঠিক সময়ের প্রতি বেশি জোর দেয়। ওরা নিজের ছন্দ বজায় রেখে বলকে মাঠের বাইরে পাঠানোতেই বেশি মনোযোগ দেয়। সে জায়গায় আমি বলকে এত জোরে মারার চেষ্ট🐟া করি, যাতে নতুন বল নিয়ে আসতে হয়।”
কার থেকে এত ছয় মারার কৌশল শিখেছেন সেটাও ফাঁস করেছেন রাসেল। কৃতিত্ব 𝓰দিয়েছেন স্বদেশি সতীর্থ ইউনিভ🍬ার্স বস ক্রিস গেইলকে।
রাসেল বলেন, “ক্রিস গেইলের থেকে অনেক কিছু শিখেছি। ও বলেছিল যে বাউন্ডারির ধারে ক্যাচ হয়ে যাওয়ার 🍨ভয় ঢুকে রয়েছে আমার মধ্যে। তাই আমাকে বলেছিল বল যাতে সীমানার বাইরে যায় সেই শক্তি নিজের মধ্যে 🅰আনতে। তাই এখন নিশ্চিত ছয় মারাটাই আমার লক্ষ্য।”