• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চোটের কারণে তৃতীয় টেস্টে নেই উড 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ০৭:১৬ পিএম
চোটের কারণে তৃতীয় টেস্টে নেই উড 

ভারতের বিপক্ষে টেস্ট শুরুর আগে থেকেই স্বাগতিক ইংল্যান্ড দলেꦯ ছিল ইনজুরির হানা। এবার ডান কাঁধে ইনজুরির কারণে তৃতীয় টেস্টে দল থেকে বাদ পড়লেন ইংল্যান্ডের ফাস্ট বোলার মার্ক উড। 

লর্ডসে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে বাউন্ডারি বাঁচাতে ডা✃ইভিং করার সময় চোট পেয়েছিলেন উড। শেষ ইনিংসে মাত্র চার ওভার বোলিং করেছেন তিনি। লিডসেও তিনি দলের সঙ্গেও থাকবেন এবং মেডিকেল টিমের সঙ্গে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন।

উডের ইনজুরির পর দলে এখনও কোন পেসারকে ডাকেননꦅি ইংল্যান্ড। ফলে তৃতীয় টেস্টে অভিষেক হতে পারে পেসার সাকিব মাহমুদ বা ক্রেইগ ওভারটনের। 

দলের বাকি পেসাররা হলেন জেমস অ্যান্ডারসন, অলি র🅰বিনসন ও স্যাম কারান।

এর আগে ইংল্যဣান্ডের চার জন পেসার ইনজুরির কারণে দল থেকꦉে বাদ পড়েছেন। জোফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস ও অলি স্টোনের পর পঞ্চম বোলার হিসেবে বাদ পড়েছেন মার্ক উড। 

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ড্র হয়েছে। দ্বিতীয় টেস্ট ১৫১ রানে🔯 জিতেছে ভারত। 

সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে আগামী ২৫ আগস্ট🥃। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!