বেশ কয়েকদিন ধরেই গাভির সাথে চুক্তি নবায়নে কাজ করে যাচ্ছিলো বার্সেলোনা। তবে তাকে কোনোভাবেই চুক্তিবদ্ধ করতে﷽ ♌পারছিলো না। অবশেষে কাতালান ক্লাবটির চেষ্টা সফলতার মুখ দেখেছে। ২০২৬ পর্যন্ত ক্লাবটিতে থাকবেন গাভি।
সদ্যই ১৮ বছর পেরোনো গাভি বার্সেলোনার জার্সিতে এখনো বলার মতো কিছুই করতে পারেনি। তবে ধারনা করা হচ্ছে পেদ্রির পাশাপাশি তিনিই দলটির ভবিষ্যত। ফলে তাকে ধরে রাখতে সম্ভাব্য সব কিছুই করছে ক্লা𒁏বটি।
পুরোনো চুক্তি অনুযায়ী ২০২৩ সালের জুনের পর ক্লাব ছাড়তে পারতেন গাভি। চুক্তির মেয়াꦑদ তিন বছর বাড়ানোয় ২০২৬ সাল পর্যন্ত ক্লাবটির জার্সিতে তাকে দেখা যাবে। তাকে দলে নেওয়ার বিষয়টি শিগগিরই ঘোষণা করবে ক্লাবটি।
২০২৬ সা🌺লের আগে গাভিকে দলে নিতে হলে অন্য ক্লাবকে খরচ করতে হবে রেকর্ড পরিমাণ অর্থ। শুধু রেকর্ড নয়, পাহাড়ꦛসম অর্থ প্রদান করতে হবে। কারণ, গাভির রিলিজ ক্লজের পরিমাণ রাখা হয়েছে ১ বিলিয়ন ইউরো।
এখন পর্যন্ত বার্সেলোনার হয়ে ৫৩ ম্যাচ খেলেছেন গাভি। ꦬএই সময়ে দুই গোলের পাশাপাশি ছয়টি অ্যাসিস্ট করেছেন। ২০২২-২৩ মৌসুমে বার্সেলোনার হয়ে পাঁচ ম্যাচ শুরুর একাদ🌞শে ছিলেন এই মিডফিল্ডার।