টি-টোয়েন্টি বিশ্বকাপের 'বি' গ্রুপের ম্যাচে আজ বৃহস্পতিবার বাঁচা-মরার লড়াইয়ে নেমেছিল স্বাগতিক ওমান ও স্কটল্যান্ড। পরের রাউন্ড নিশ্চিত করতে উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ ছিল ম্যাচটি। হারলেই বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। শেষ পর্যন্ত স্কটিশদের কাছে ৮ উইকেটে হেরে বিদায় নিতে হয় ওমানকে।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নে🐷ন ওমানের অধিনায়ক জিশান মাকসুদ। সবকটি উইকেটের বিনিময়ে ১২২ রান তুলতে সক্ষম হন তারা।
১২৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে স্কটল্যান্ডের ওপেনাররা বুঝে-শুনে সতর্ক হয়ে খেলতে থাকেন। দলীয় ৩৩ রানে প্রথম উইকেটের পতন ঘটে। জর্জ মুন্সি ব্যক্তিগত ২০ রানে ফয়েজ বাটের বলে আউট হন। বেশ লম্বা সময় দুܫই প্রান্তে দুজন ক্রিকেটার রানের গতি সচল রাখেন। দলীয় ৭৫ রানে কাইল কোয়েটজার ৪১ রানের ইনিংস খেলে আউট হন খাওয়ার আলীর বলে। স্কটল্যান্ডের আর কোনো উইকেটের পতন ঘটাতে পারেনি ওমান। ম্যাথিউ ক্♚রস ২৫ ও রিচি বেরিংটন ৩১ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৮ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে স্কটল্যান্ড।
ওমানের পক্𝔉ষে ♋ফয়েজ বাট ও খাওয়ার আলী একটি করে উইকেট লাভ করেন।