টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শ🅠ুরু হয়েছে বাংলাদেশ দলের ব্যর্থতা। এরপর হারের বৃত্ত থেকে আর বের হতে পারছে না বাংলাদেশ। সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টিতে ধবল ধোলাইয়ের পর প্রথম টেস্টেও হেরেছে বাংলাদেশ। দলের এমন পারফরম্যান্সে বেশ হতাশ বিসিবি প্রেসিডেন্ট। দলের এমন বাজে পারফরম্যান্স কখনও দেখেননি বলে হতাশা প্রকাশ করেছেন নাজমুল হাসান পাপন।
মিরপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের বর্তমান অবস্থা তুলে ধরে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেন, ‘আমি গত ৮ বছরে বাংলাদেশ দলের যতগুলো খেলা দেখেছি, এত বাজে খেলা দেখিনি। হারা-জেতা ব্যাপার না, ক্রিকেটে একটা দল হারবে, একটা🦂 দল জিতবে। কিন্তু এমন বাজে পারফর𒐪ম্যান্স আমি দেখিনি। নিশ্চয়ই কোনো সমস্যা তো আছে। সমস্যাটা তো জানতে হবে। তা না হলে সমাধান দিব কীভাবে?’
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছে পাকিস্তান। এমনকি বাবর আজমদের সামনে দাঁড়াতে পারবে বাংলাদেশ। এজন্য অনেকে এই সিরিজ বাতিল করতে বলেছিলেন পাপনকে। পাপন বলেন, ‘আমাকে💦 যে কতজন, কত মানুষ অনুরোধ করেছে যে এই সিরিজটা কোনোভাবে বাদ দেওয়া যায়না? এখন পাকিস্তানের সাথে খেললে তো শেষ হয়ে যাব। 🌃একেবারে জঘন্য অবস্থা হবে। এটা বাদ দেওয়া যায় না? বিশ্বাস করুন, এটা হলো বাস্তবতা। মানুষজন ধরেই নিয়েছে আমরা ওদের সাথে দাঁড়াতেই পারবো না।’
অস্ট্রলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পিচ নিয়েও কথা বলেছেন বিসিবি প্রেসিডেন্ট। পাপন বলেন, ‘অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ হারলেও কি লাভ হতো। এই যে পিচ নিয়ে এতো সমালোচনা, আমরা পিচ এজন্যꩵই করেছি যে এই দুইটা সিরিজ জেতার জন্যই আমরা এখন সরাসরি বিশ্বকাপ খেলব। আমরা এটা করেছিই সরাসরি বিশ্বকাপ খেলার জন্য। আমাদের আর কোয়ালিফাইং করতে হবে না।’
পাপন আরও বলেন, ‘এটা যদি আগে থেকে কেউ জানে যে দুটা সিরিজ জিতলে সরাসরি বিশ্বকাপ খেলা যাবে তো কোন দেশ আছে যে এই সুযোগটা নেবে না? সবচেয়ে দুঃখ লাগে যারা জানে না তারা বললে এক কথা, কিন্তু যারা জেনে শুনে বলে সেটা অনেক দুঃখ লাগে। অনেকে বলে আইসিসি পিচ, আইসিসির কোন পিচটা পেস ও বাউন্সি ছিল? আমি কেন এমন প൲িচে খেলাবো যেখানে গিয়ে ক্রিকেটাররা খেলতেই পারবে না?’