আগের ম্যাচে প্যারাগুয়ের জমাট রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়েছিল আর্জেন্টিনা। ফলে ড্রর হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল লিও♏নেল স্কলানির শিষ্যদের। পরের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে রীতিমতো গোল উৎসবে ম🍃েতে উঠলেন মেসিরা। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে সোমবার ঘরের মাঠে উরুগুয়েকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে জয়ে ফিরেছে আর্জেন্টিনা।
দলের হয়ে গোল ৩টি করেছেন লিওনেল মেসি, রদ্রিগো দে পল ও লাউতারো মার্তিনেস। ২𒅌০১২ সালের পর এই প্রথম উরুগুয়ের 👍জালে তিনবার বল পাঠাতে পারল আর্জেন্টিনা।
এদিন ম্যাচ জুড়ে স্পষ্টই দাপট ছিল আর্জেন্টিনার। ম্যাচের ৬২ ভাগ সময় বল দখলে নিয়ে খেলেছেন মেসিরা। উরুগুয়ের 🌼জালে ২৩টি শট নিয়ে ১০টিই রাখতে পেরেছে লক্ষ্যে।
তবে আর্জেন্টিনার দাপটের ম্যাচের শুরুটায় উরুগুয়েই গোলের সুযোগ পেয়েছিল। শুরুর ২৮ মিনিটের মধ্যে তিনবার গোলের 💫খুব কাছে গিয়েও ব্যর্থ হন লুইস সুয়ারেজরা।
ম্যাচের ৩৮ মিনিটে মেসির পা থেকে আসে ম্যাচের প্রথম গোলটি। জাতীয় দলের হয়ে🎃 এটি মেসির ৮০তম গোল। এর ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন দে পল। দ্বিতীয়ার্ধে ফি𒈔রে, ম্যাচের ৬২ মিনিটে লাউতারো মার্তিনেসের গোলে ব্যবধান ৩-০-তে গিয়ে ঠেকে।
এই জয়ে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপের শীর্ষ দল ব্রাজিলের পয়েন্ট ২৮।