• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বায়ার্নের কাছে হেরে ইউরোপা লিগে বার্সেলোনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ০৯:২০ এএম
বায়ার্নের কাছে হেরে ইউরোপা লিগে বার্সেলোনা

ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। এবার চ্যাম্পিয়নস লিগಞের শেষ ষোলোয় উঠতে ব্যর্থ হলো জাভির দল। বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ তে হেরে ১৮ বছর পর নক আউটে পর্বে পৌঁছাতে পারল না কাতালানরা। ফলে তাদের ঠাঁই হলো ইউরোপা লꦇিগে। 

বায়ার্নের বিপক্ষে মাঠে নামার আগে সমীকরণটা এমন দাঁড়িয়েছিল যে হারলে বাদ। আর ড্র করলেও তাকিয়ে থাকতে হবে গ্রুপের বাকি দলগুলোর ওপর। দাপুটে ব♛ায়ার্নের বিপক্ষে প্রথไম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডেও ৩-০ তে হার। ফলে ফলাফল যা হওয়ার কথা ছিল তাই হলো। 

বায়ার্নের হয়ে গোল ক൲রেন থমাস মোলার, লেরয় সানে ও মুসিয়ালা। এই জয়ে গ্রুপের শতভ♏াগ জয়ের রেকর্ড করল বায়ার্ন মিউনিখ। 

এই হারে বার্সা কোচ জাভি বলেন, “এ꧙মন পরিস্থিতি থেকে বের হতে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। কিন্তু বর্তমান𒉰 ফলাফল হচ্ছে আমাদের বাস্তবতা। আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।”

জাভি আরও বলেন, “আমরা ইউরোপা লিগ জিততে চাই, লা লিগায় সব কটি পয়েন্ট পেতে অনেক পরিশ্রম ﷺকরতে চা🧸ই। আমাদের কাছে  সম্ভাব্য যত ট্রফি আছে সব কটি জিততে চাই। আমাদের অনেক খেলোয়াড় ইনজুরিতে আছে। সামনে আমরা নতুন কিছু খেলোয়াড় দলে নিতে চাই।”

Link copied!