টি-টোয়েন্টি বিশ্বকাপে সোমবার মুখোমুখꦍি হয়েছিল আফগানিস্তান ও বাছাইপর্বে গ্রুপ ‘বি’ এর চ্যাম্পিয়ন স্কটল্যান্ড। সুপার টুয়েলভে এটাই দুই দলের প্রথম ম্যাচ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৯০ রানের বেশ স্বস্তির সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান।
জবাবে ১৯১ রান তাড়া করতে নেমে বিপাকে পড়ে স্কটিশরা। ওপেনাররা সতর্কতার সঙ্গে ইনিংস শুরু করলেও দলের ২৮ রানে প্রথম উইকেটের পতন ঘটে। মুজিব-উর রহমানের বলে ব্যক্তিগত ১০ রানে ফিরে যান কাইল কোয়েটজার। দলের একই রানে পরপর ফিরে যান যথাক্রমে কলাম ম্যাকলিওড রিচি বেরিংটন। স্কটিশদের আসা-যাওয়ার এই ধারাবাহিকতায় চতুর্থ উইকেটে শূন্য রানে সাজঘরে ফেরেন ম্যাথু ক্রস। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান তুলে পঞ্চম উইকেটে ফেরেন জ𓆏র্জ মুন্সি। মাইকেল লিয়াস্ক (০), মার্ক ওয়াট (১) এর মাধ্যমে ৬ ও ৭ নম্বর উইকেটের পতন ঘটে। দলীয় ৫৩ রানে ৮.৫ ওভারে ১২ রানে আউট হন ক্রিস গ্রেভস। দলের ৬০ রানে পতন ঘটে ৯ নম্বর উইকেটের, জশ ডেভি আউট হন। একই রানে বার্ড উইল ফিরে গেলে ১০.২ ওভারে ৬০ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ডের ইনিংস। ফলে আফগানিস্তান ১৩০ রানের বড় জয় পায়।
আফগানদের পক্ষে মুজিব-উর রহমান ৫টি, রশিদ খান ৪টি ও নাভিন উল হক ১টি উইক♏েট লাভ করেন।