মুম্বাই ইন্ডিয়ান্সে𒊎র বিপক্ষেও কলকাতার একাদশে জায়গা পাননি সাকিব আল হাসান। এর আগের ম্যাচে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরোর বিপক্ষেও একাদশেও জায়গা হয়নি সাকিবের। এ ম্✨যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মরগান।
ইন্ডিয়ান 🧸প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের ৩৪তম ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামে কলকাতা।
আগের ম্যাচ বিরাট কোহলির রয়াল চ্যালেঞ্জার্স ব্🌳যাঙ্গালুরোকে উড়ღিয়ে দিয়েছে কলকাতা। ৮ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রোহিতের মুম্বাই। আর সমান ম্যাচে কলকাতার জয় তিনটিতে।
কলকাতার একাদশ : শুবমান গিল, ভেঙ্কাটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নিতিশ রানা, ইয়ন মরগান (অধি꧒নায়ক), 🅘দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, লকি ফার্গুসন, প্রসিধ কৃষ্ণ ও বরুণ চক্রবর্তী।