• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অন্ধের মতো ভারতকে অনুসরণ করবেন না: আফ্রিদি 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৯:৩৩ পিএম
অন্ধের মতো ভারতকে অনুসরণ করবেন না: আফ্রিদি 

নিউজিল্যান্♚ডের সিরিজ বাতিল করার পর থেকে ভারত পাকিস্তানের দ্বন্ধ যেন আরও বেড়েই চলছে। বিভিন্ন সময়ে 📖ভারতের ঘাড়ে দায় চাপিয়ে কথা বলছেন বিভিন্ন জন। এবার ভারতের কাছ থেকে শিক্ষা নিয়ে তাদের থেকে দূরে থাকার কথা বলছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। 

নেপালের লিগে খেলতে গিয়েছেন শাহিদ আফ্রিদি। পাকিস্তানের তথ্য মন্ত্রী ফাওয়াদ চৌধুরীর কয়েকদিন আগে বলেছিলেন নিউজিল্যান্ড ক্রিকেটারদের কাছে যে ইমেইল পাঠানো হয়েছে তা এসেছে ভারত থেকেই। এবার এমন কথায়𒁏 সায় দিলেন বুম বুম আফ্রিদি। আফ্রিদির মতে ইমেইল পাঠানো হয়েছে ভারত থেকে। 

নিউজিল্যান্ডের পর ইংল্যান্꧙ডও পাকিস্তান সফর বাতিল করেছে। দুই দলের সফর বাতিল করায় ক্ষুব্ধ আফ্রিদি। তিনি মনে করেন নিউজিল্যান্ড যে ভাবে পাকিস্তান ছেড়েছে তা ক্ষমার অযোগ্য। তবে এই ঘটনায় ভারতের হাত ♎দেখছেন তিনি।

আফ্রিদি বলেন, ‘‘আমাদের সিদ্ধান্ত নিতে হবে। গোটা বিশ্বকে এটা বোঝাতে হবে আমরাও একটা দেশ। ন🍌িজেদের দেশ নিয়ে আমরা গর্বিত। মেনে নিচ্ছি, একটা দেশ সমানে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু বাকিদেরও এক ভুল করা উচিত নয়। তারা তো শিক্ষিত। তারা কেন অন্ধের মতো ভারতকে অনুসরণ করবে?’’

তিনি আরও বলেন, ‘‘ক্রিকেটের মাধ্যমে অনেক সম্পর্ক ঠিক হতে পারে। একটা সময় ভারত থেকে আমাদের উদ্দেশে হুমকি আসত। পাকিস্তান সরকার তার পরেও আমাদের ভারতে যেতে বলে। আমরা গিয়ে খেলে এসেছিলাম। কোভিডের সময় ইংল্যান্ডেও অবস্থা খুব খারাপ ছিল। তবুও আমরা সেখানে গিয়ে খেলেছি। আর ভুয়া ইমেইলে ভয় পে🦋য়ে দেশে ফিরে গেল নিউজিল্যান্ড। এটা একেবারেই ঠিক নয়।’’

আফ্রিদি দাবি করেন, নিউজিল্যান্ডের ক্রিকেটাররা যথেষ্ট ভালো ছিলেন পাকিস্তানে। তিনি বলেন, ‘‘যদি নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস্যা থাকত তবে তা সবার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানানো উচিত ছিল। তাছ൩াড়া একটা সফর আয়োজন করার আগে নিরাপত্তা নিয়ে প্রচুর কাটাছেঁড়া হয়। সফরকারী দল নিরাপত্তা খতিয়ে দেখার জন্য তাদের প্রতিনিধি পাঠায়। এটা একটা লম্বা প্রক্রিয়া। পুরোটা শেষ হওয়ার পরে তবেই সবুজ সঙ্কেত দেওয়া হয়। আর নিউজিল্যান্ড ক্রিকেটাররাই জানিয়েছে, তারা পাকিস্তানকে ভালবেসে ফেলেছিল।’’

Link copied!