• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অজিদের বিপক্ষেও ধারাবাহিক হতে চান বাবর আজম 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১, ০৯:০৪ পিএম
অজিদের বিপক্ষেও ধারাবাহিক হতে চান বাবর আজম 

বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছে পাকিস্তান। টানা পাঁচ ম্যাচ জিতে সবার আগে সেমি ফাইনাল নিশ্চিত করেছে বাবর আজমের দল। দাপড়ের সঙ্গেই ভারত, নিউজিল🌃্যান্ডের বিপক্ষে জিতেছে পাকিস্ত✅ান। শেষ চারে অজিদের বিপক্ষে সে দাপড়ই বজায় রাখতে চান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। 

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে বাবর আজম বলেন, ‘‘আমরা একে অপরের ক্ষমতা সম্পর্কে ভালোই জানি। দল হিসাবে আমরা খেলছি। তাই এত ধারাবাহিকভাবে খেলতে পারছি। স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লে-তে ভালো খেলতে না পারলেও পরে মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক দুর্দান্ত খেলেছে। নিজেদের অভিজ্ঞত💖া কাজে লাগিয়েছে তারা। এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। আশা 🐓করি সেমিফাইনালেও এভাবেই খেলব আমরা।’’

অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে বেশ সতর্ক পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। তিনি বলেন, ‘‘অস্ট্রেলিয়া খুব শক্তিশালী দꦛল। তবে আমরাও তৈরি। দুইদলের কাছেই খুব কঠিন ম্যাচ। তবে একজন ক্রিকেটার হিসাবে এই ধরনের ম্যাচের জন্য সব সময় তৈরি থাকি।’’

প্রতিপক্ষকে সমীহ করলেও নিজেদের উপরে খুব বেশি চাপ নিতে চান না শোয়েব। তিনি বলেন, ‘‘সেমিফাইনাল হলেও একে আরও একটা ম্যাচ হিসাবে ভাবছি আমরা। এখন থেকেই আমরা পরিকল্পনা তৈরি করছি। অস্ট্রেলিয়ার ꧑বিপক্ষে সব রকমের প্রস্তুতি নিয়েই নামব আমরা।’&r⭕squo;

Link copied!