• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বাড়ির বাগানে মিলল ৮২ ফুট দীর্ঘ ডাইনোসরের কঙ্কাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২২, ০১:১৮ পিএম
বাড়ির বাগানে মিলল ৮২ ফুট দীর্ঘ ডাইনোসরের কঙ্কাল

মাটি খুঁড়ে গুপ্তধন খুঁজে পাওয়ার গল্প অনেক দেশেই প্রচলিত। তবে বাড়ির বাগানে মাটি খুঁড়তে গিয়ে বিশালাকার কোন ডাইনোসরের দেহাবশܫেষ দেখতে পেলে হয়তো আঁতকে উঠবেন যে কেউ।

পর্তুগালে এক ব্যক্তির সঙ্গে ঘটেছে এমনই এক আশ্চর্যজনক ঘটনা। ইউরোপে আবিষ্কৃত এযাবতকালের সবচেয়ে বড় ডাইনোসরের দেহাবশেষ পাওয়া গেছে তার ব⛦াড়ির পেছনের বাগানে।

চলতি মাসের শুরুর দিকে পর্ജতুগাল ও স্পেনের জীবাশ্মবিদরা সম্ভাব্য ব্র্যাকিওসোরিড সৌরোপডের ডাইনোসরটির সম্পূর্ণ মেরুদণ্ড ও পাঁজরের অংশগুলো আবিষ্কার করেন। এর লম্বা ঘাড় ও লেজ দেখে ধারণা করা যাচ্ছে এটি ছিল তৃণভোজী।

বিশালাকার সরীসৃপটি প্রায় ৩৯ ফ꧃ুট চওড়া এবং ৮২ 🐲ফুট লম্বা। এর কঙ্কালটি প্রায় ১৫ কোটি বছর পুরানো।

ধারণা করা🌟 হচ্ছে, কঙ্কাল যেখানে পাওয়া গেছে সেই জায়গাটিতেই ডাইনোসরটি মারা গিয়েছিল। একটি আন্তর্জাতিক গবেষণা দল এখন এটি নিয়ে গবেষণা করছে।

কঙ্কালটি তুলনামূলকভাবে অক্ষত থাকায় জীবাশ্মবিদরা আশা করছেন গবেষণার মাধ্যমে🌼 অনেক নতুন তথ্য আবিষ্কার করতে পারবেন তারা। 

বিবিসি জানায়, ২০১৭ সালে কেন্দ্রীয় শহর পোম্বলেতে আরেকটি সরোপোডের জীবাশ্ম কঙ্কাল আবিষ্কৃত হয়। এতদিন পর্যন্ত এটিই ছিল স♒ৌরোপড প্রজাতির ডাইনোসরের মধ্যে সবচেﷺয়ে বড় এবং সবচেয়ে বড় স্থলচড় প্রাণী।

Link copied!