• ঢাকা
  • বুধবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৪, ২০ ভাদ্র ১৪৩১, ৩০ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ই-সিম

আইফোনে শেষ হচ্ছে সিম কার্ডের যুগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২, ০৯:৫৫ পিএম
আইফোনে শেষ হচ্ছে সিম কার্ডের যুগ

সম্প্রতি অ্যাপল ইভেন্টে আইফোন ১৪ সিরিজ আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। পাশ𒊎াপাশি যুক্তরাষ্ট্রের বাজারে মুক্তি পাওয়া এই সিরিজের ফোনগুলোতে থাকবඣে না কোনো সিম কার্ড ব্যবহারের সুযোগ। ব্যবহার করতে হবে ই-সিম।

আইফোনে ই-সিম ব্যবহারের সুবিধা সর্বপ্রথম চালু হয় ২০১৮ সালে। তবে এবারই প্রথ🦄ম ফোন থেকে সিম ট্রে বাদ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রচলিত কার্ড সিম ব্যবহারের কিছু অসুবিধা থেকে মুক্তি এবং প্রযুক্তির উন্নয়ন, 𒆙উভয়ের সমন্বয় আধুনিক ইলেকট্রনিক সিম বা ই-সিম।ও 

এই প্রযুক্তি ব্যবহার করতে ফোনের ভেতরেই একটি হার্ডওয়্যার🔥 বসানো হয়, যার মাধ্যমে প্রয়োজন অনুসারে কয়েকটি না🐓ম্বার এক ফোনেই ব্যবহার করা যায়। ট্রে খুলে সিম পাল্টানোর ঝামেলা নেই।

তাছাড়া ফোন হাতছাড়া হয়ে গেলেও সিম হারানোর সম্ভাবনা থ💃াকে না এই প্রযুক্তির ফোনগুলোতে। তাই ই-সিম প্রযুক্তিটি নিরা💦পত্তা বাড়ায় বলেই দাবি করা হচ্ছে। আবার ফোন হারালেও অন্যকোনো ফোনে নিজের নাম্বার ব্যবহার করা যাবে সহজেই।

অ্ꦜযাপল কর্তৃপক্ষ বলছে সিম ট্রে বাদ 🐠দিলে নিরাপত্তা বাড়ার পাশাপাশি ফোনের কার্যক্ষমতাও বাড়বে। তখন ফোনের বাড়তি জায়গা ব্যহার করা যাবে ব্যাটারির সক্ষমতা বাড়ানোয়। তাছাড়া ফোন আরও চিকন করার বিষয়টিতো আছেই।

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর

Link copied!