সম্প্রতি অ্যাপল ইভেন্টে আইফোন ১৪ সিরিজ আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি যুক্তরাষ্ট্রেꦜর বাজারে মুক্তি পাওয়া এই সিরিজের ফোনগুলোতে থাকবে না কোনো সিম কার্ড ব্যবহারের সুযোগ। ব্যবহার করতে হবে ♐ই-সিম।
আইফোনে ই-সিম ব্যবহারের সুবিধা সর্বপ্রথম চালু হয় ২০১৮ সালে। তবে এবারই প্রথম ফোন থেকে সিম ট্রে বাদ 🌊দিচ্ছে প্๊রতিষ্ঠানটি।
প্রচলিত কার্ড সিম ব্যবহারের কিছু অসুবিধা থেকে মুক্তি এবং প্রযুক্তির উন্নয়ন, উভয়ে🌃র সমন্বয় আধুনিক ইলেকট্রনিক সিম বা ই-সিম।
এই প্রযুক্তি ব্যবহার করতে ফোনের ভেতরেই একটি হার্ডওয়্যার বসানো হয়, যার মাধ্যমে প্রয়োজন অনুসারে কয়েকটি নাম্বার এক ফোনেই ব্যবহার করা যায়। ট্রে খুলে সিম পাল্টানোর ঝামেলা 𓄧নেই।
তাছাড়া ফোন হাতছাড়া হয়ে গেলেও সিম হারানোর সম্ভাবনা থাকে না এই প্রযুক্তির ফোনগুলোতে। তাই ই-সিম প্✱রযুক্তিটি নিরাপত্তা বাড়ায় বলেই দাবি করা হচ্ছে। আবার ফোন হারালেও অন্যকোনো ফোনে নিজের নাম্বার ব্যবহার করা যাবে সহজেই।
অ্যাপল কর্তৃপক্ষ বলছে সিম ট্রে বাদ দিলে ন𒉰িরাপত্তা বাড়ার পাশাপাশি ফোনের কার্যক্ষমতাও বাড়বে। তখন ফোনের বাড়তি জায়গা ব্যহার করা যাবে ব্যাটারির সক্ষমতা বাড়ানোয়। তাছাড়া ফোন আরও চিকন করার বিষয়টিতো আছেই।