• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


গুগলের ২৫ বছর, একনজরে প্রতিষ্ঠানটির বিশ্বজয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩, ০১:২৪ পিএম
গুগলের ২৫ বছর, একনজরে প্রতিষ্ঠানটির বিশ্বজয়
ছবি: সংগৃহীত

২৫ বছর আগে যুক্তর🃏াষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী তাদের ছাত্রাবাসে চিন্তাভাবনা করে একটি ধারণা সামনে এনেছিলেন। তাদের সেই ধারণা ছিল একটি ইন্টারনেট সার্চ ইঞ্জিন তৈরি করা, যা ওয়েব পৃষ্ঠাগুলোকে ধার📖াবাহিতভাবে সাজিয়ে ব্যবহারকারীর সামনে উপস্থাপন করবে।

সেই দুই শিক্ষার্থীর নামি ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। প্রাথমিকভাবে ব্যাকরাব নামে পরিচিত তাদের সেই স্টার্টআপটি ๊ജবিশ্বের অন্যতম মূল্যবান ও প্রভাবশালী কোম্পানিতে পরিণত হয়ছে। যা বর্তমানে গুগল নামে পরিচিত। আর গুগলের মূল প্রতিষ্ঠান এখন এলফাবেট। 

গুগল অনুসন্ধান, জিমেইলসহ গুগলের 🅰পণ্যগুলো এখন কোটি কোটি মানুষ প্রতিদিন ব্যবহার করছে। আর প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে স্থান করে নিয়েছেন।

ব্যাকরাব থেকে ১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর গুগল নামকরণ করা হয়। আজ গুগলের ২৫ বছর পূর্ত🍌ি। একনজরে গুগলের যাত্রাপথ তুলে ধরেছে বার্তা  সংস্থা রয়টার্স।

১৯৯৫-৯৬ : পেজ ও ꦆব্রিন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে থাকাকলীন ব্যাকরাব🎃 নামক একটি সার্চ ইঞ্জিন তৈরি করেন।

১৯৯৮ : স্টার💫্টআপটি নাম পরিবর্তন🌟 করে গুগল করা হয়। সান মাইক্রোসিস্টেমের সহ-প্রতিষ্ঠাতা অ্যান্ডি বেচটোলশেইমের কাছ থেকে ১ লাখ ডলারের অর্থায়ন পায়।

১৯৯৯ : গুগল তার প্রথম প্রেস রিলিজে সিকোইয়া ক্যাপিটাল ও ক্লেইনার পারকিন্সের🎃 কাছ থেকে ২৫ মিলিয়ন ডলারের তহবিল পাওয়ার ঘোষণা দেয় এবং আনুষ্ঠানিকভাবে বিশ্বের কাছে ‘গুগলার্স’ শব্দটি ঘোষণা করে।

জুন ২০০০ : গুগল ইয়াহ𒅌ুর ডিফল্ট সার্চ ইঞ্জিন হয়ে ওঠে। সেই সময়ের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট ছিল ইয়াহু।

অক্টোবর ২০০০ : এডওয়ার্ডস চালু করে গুগল। অনলাইন বিজ্ঞাপনের প🅘্ল্যাটফর্মটি গুগলের ব্যবসার মূꦜল হয়ে ওঠে।

এপ্রিল ২০০৪ : গুগল ঘোষণা করে, এটি ১ জিবি 😼পর্যন্ত স্টোরেজ ক্ষমতাসহ জিমেইলের রিলিজ পরী💛ক্ষা করছে।

আগস্ট ২০০৪ : শেয়ারপ্রতি ৮৫ ডলা�🌃�রের প্রারম্ভিক মূল্যে প্রায় ১ কোটি ৯৬ লাখ শেয়ার বাজারে ছাড়ে।

ফেব্রুয🐓়ারি ২০০৫ : ডেস্কটপের জন্য গুগল ম্যা🎉প চালু করে।

আগস্ট ♋২০০৫ : মোবাইল স্টার্টআপ অ্যান্ড্রয়েড অধিগ্রহণ করে। গুগল টক তাৎক্ষণিক বার্তা পরিষেবা চালু করে।

২০০৬ : ১৬৫ কোটি ডলারের বিনিময়ে অনলাইন ꦿভিডিও পরিষেবা ইউটিউব ক্রয় করে।

𒀰এপ্রিল ২০০৭ : ৩১০ কোটি ডলার দিয়ে ওয়েব বিজ্ঞাপন সরবরাহকা🐲রী ডাবলক্লিক অধিগ্রহণ করে।

মে ২০০৭ : সর্বজনীন অনুসন্ধান🦩 ব্যবস্থা প্রবর্তন 💎করে।

সেপ্টেম্বর ২০০৮ : প্রথম অ্যান্ড্রয়েড মোবাইল ফোন টি-মোবাইল জি১ আত্মপ্রকাশ করে। গুগল ক্রোম ওয়েব ব্রাউজার চালু করা হয়।
জানু💞য়ারি ২০১০ : এইচটিসির সহায়তায় নেক্সাস🍎 ওয়ান স্মার্টফোন তৈরি।

মার💦্চ ২০১০ : চীনে অনুসন্ধান ফলাফলে সেন্সর করা বন্ধ করে। ফলে দেশট⛦িতে এটি নিষিদ্ধ করা হয়।

অক্টোবর ২০১০ : গুগল ক্যালিফোর্নিয়ায় টয়োꦇটা প্রিয়াস গাড়ির একটি ছোট বহর দিয়ে তার প্রথম 🎐স্বচালিত যানের পরীক্ষা করে।

জুন ২০১১ : গুগল প্লাস সামাজি💟ক নেটওয়ার্কিং পরিষেবা চালু করে, যা ২০১৮ সালে বন্ধ হয়ে যায়।

আগস্ট ২০১১ : ১২ দশমিক ৫ বিলিয়ন ডলারে মটোরোলা মোবিলিটি অধিগ্রহণের ঘোষণা করে।
২০১২ : গুগল গ্লাস চালু করে।

২০১৩ : প্রায় ১ বিলিয়ন ডলা💯র♐ে ইসরায়েলি ম্যাপিং স্টার্টআপ ওয়েজ অধিগ্রহণের ঘোষণা দেয়।

২০১৪ : জানুয়ারিতে ঘোষণা করে যে এটি এআই ফার্ম ডিপমাইন্ড অধিগ্রহণ করবে। 
একই মাসে, স্মার্ট থার্মোস্ট্যাট ও স্মোক অ্যালার্ম মেকার নেস্ট ল্যাব কেনার জন্য ৩২০ 🍌কোটি ডলারের চু⛎ক্তির ঘোষণা করে।

২০১৫ : একটি নতুন সর্বজনীনভাবে তালিকাভুক্ত কোম্পানি এলফাবেট তৈরি করার পর💙িকল্পনার কথা ঘোষণা করে। যার আওতায় থাকবে গুগল, ইউটিউবসহ অন্যান্য সব স💮েবা ও উদ্যোগ। গুগলের সিইও হন সুন্দর পিচাই।

অক্টোবর ২০১৬ : প্রথম পিক্সেল স্মার্টফোন লঞ্চ করে।

নভেম্বর ২০১৬ : গুগল হোম স্মার্ট স্পিকার চালু করে।

জুন ২০১৭ : ইউরোপীয় কমিশন গুগলকে তার অনুসন্ধানের নিরপেক্ষতা লঙ্ঘনের জন্য ২ দশমিক ৪২ꦍ বিলিয়ন ইউরো জরিমানা করে।

ফেব্রুয়ারি ২০১৮ : গু♏গল প্রথমব♌ারের মতো বছরে ১০০ বিলিয়ন ডলারের বেশি বিক্রির প্রতিবেদন দেয়।

জুলাই ২০১৮ : ইউরোপীয় কমিশন তার অ্꧂যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্♌ষেত্রে এন্টি-কম্পিটেটিভ অনুশীলনের জন্য গুগলকে ৪ দশমিক ৩৪ বিলিয়ন ইউরো জরিমানা করে।

জুন ২০১৯ : গ🅰ুগল ২ দশমিক ৬ বিলিয়ন ডলারে অ্যানালিটিক্স স্টার্টআপ লুকার অধিগ্রহণ🅰ের ঘোষণা করে।

ডিসেম্বর ২০১৯ : সহ-প্রতিষ্ঠাতা পেজ ও ব্রিন ঘোষণা করেন যে তারা যথাক্রমে সিইও ও পꦗ্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করছেন। পিচাই অ্🌜যালফাবেটের সিইও হন।

২০২০ : এলফাবেটের বাজার মূলধন ১ ট্রিলিয়ন ডলার।

জানুয়ারি ২০২৩ : কোম্পানিটি ১২ হাজার কর্মী ছাঁটাই করে, যা তার কর্মীদের ৬ শতাংশ।
ফেব্রুয়ারি ২০২৩ : গুগল এআই-চালিত চ্যাটবট বার্ড ঘোষণা রে। এই এআই টুলের ডেমোতে একটি ত্রুটির কারণে অ্যালফাবেট বাজার মূলধন হারায় ১০০ বিলিয🐻়ন ডলার। গুগলের প্রথম কর্মচারীদের একজন সুসান ওয়াজসিকি ইউটিউবের সিইও পদ থেকে পদত্যাগ করেন। 🦋তার জায়গায় নিল মোহন আসেন।

꧂মার্চ ২০২৩ : কিছু ব্যবহ🍌ারকারীদের জন্য বার্ড উন্মুক্ত করা শুরু করে।

Link copied!