• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফেসবুকের উপকারিতা জানালেন জাকারবার্গ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২, ০৫:১৫ পিএম
ফেসবুকের উপকারিতা জানালেন জাকারবার্গ

সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা যে অযথাই সময় নষ্ট করি সেটি জানেন খোদ মার্ক জাকারবার্গও। তিনি নিজেও দিনের বেশিরভাগ সময় ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটস্অ্যাপ ইত্যাদিতে যুক্ত থাকেন। তবে ✤তার সময়টা নষ্ট হয় না, বরং কাজে লাগে।

সম্প্রতি একটি পডকাস্টে এই বিষয়ে কথা বলেছেন তিনি।ཧ পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের উপকা♐রগুলো পেতে দিয়েছেন কিছু পরামর্শও:

১. ফেসবুক বা ইন্সটাগ্রামকে বদভ্যাসে পরিণ𒅌ত করা যাবে না। সারাদিন স্ক্রল না করে নজর দিতে হবে যোগাযোগ ও সম্পর্ক স্থাপনে।

২. সামাজিক যোগ🌃াযোগমাধ্যম ব্যবহার করতে হবে কোনো একটি উদ্দেশ্য নিয়ে। মার্ক কখনো উদ্দেশ্যহীনভাবে এর ব্যবহার করেন না।

৩. প্রযুক্তিগ🌞ুলোকে যোগাযোগমাধ্যম হিসেবে ব্যবহার করলে কোনো বদভ্যাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা꧂ থাকে না।

৪. স্ক্রল করে আর কন্টেন্ট দেখে ♔মোট উপকারের ক𒉰িয়দংশই পাওয়া যায়। তাই মূল নজরটা যেন সেখানে না থাকে।

৫. শুধু স্ক্রলিং করে গেলে ব্যব𝕴হারকারীর বিষন্নতা বাড়ে, সাথে বাড়ে নানা উদ্বেগও। তাই সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার হতে হবে গঠন🌊মূলক ও যৌক্তিক।

জাকারবার্গ জানান বসে বসে শুধু কনটেন্ট দেখাকে তিনি খারাপভাব꧙ে দেখেন না। তবে কন্টেন্টের সঙ্গে সম্পর্ক তৈরি করে তার সঙ্গে যুক্ত থাকার যে সুবিধাগুলো আছে, সেগুলো আপনি শুধু স্ক্রল করে কনটেন্ট দেখে গেলে পাবেন না।

Link copied!