কাতারে একটি মোটরসাইকেল গ্যারেজে অগ্নিকাণ্ডে ফেনীর দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (৫ নভেম্বর) রাতে দোহার ফিরোজ আব্দুল আজিজ এলাকღায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফেনীর দাগনভূঞা জয়লস্কর ইউনিয়নের সিলোনিয়া সোনাপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মীর হোসেন ফরহাদ ও ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দিন মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বাসিন্দা মোহাম্মদ মাহফুজুর রহমান।
এ ঘটনায় আরও দুই বাংলা๊দেশি (একজনের বাড়ি নোয়াখালী) ও দুইজন পাকিস্তানি নাগরিক মারা গেছেন।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার স্থানীয় সময় রাত ৮টার দিকে কাতারে ফেনী শহরের সালাউদ্দিন মোড় এলাকার বাসিন্দা মামুনের মালিকানাধীন দোকানে কাজ করতে গিয়ে পেট্রোলের সংস্পর্শে এসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মালিক মামুন প্রাণে বেঁচে গেলেও দোকানের কর্মচারী ফরহাদ এবং মাহফুজ মারা ♊যান।
ফেনী পৌরসভার কাউন্সিলর বাহার উদ্দিন বল♐েন, ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দিস মোহাম্মদ ভূঁইয়া বাড়ির সন্তান মাহফুজ। জীবি☂কার তাগিদে প্রবাসে গিয়েছিল। এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।