রাজধানীর শ্যামলীতে ট্রা🌠কচাপায় এক যুবক নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলে রাইড শেয়ার করতেন। তার নাম মো. মোহন শেখ (২৫)।
রোববার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে✤ শিশুমেলার বিপরীত সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘট🌊নার পর সড়কে থাকা শিক্ষার্থীরা ট্রাকটিকে আটক করে। তবে চালক ও তার সহকারী পালিয়ে যান। নিহতের গ্রামের বাড়ি জামালপুর। ঢাকার শাহআলী এলাকায় থাকতেন।
প্রতꩲ্যক্ষদর্শী মো. ইব্রাহীম হোসেইন জানান, তার বাসা আদাবর রিংরোড এলাকায়। তিনি ১১টার দিকে শিশুমেলার বিপরীত পাশের ফুটপাত ধরে বাসায় যাচ্ছিলেন, তখন দেখতে পান, অজ্ঞাত ব্যক্তির ছিন্নভিন্ন লাশ সড়কে পড়ে আছে। এরপর তিনিসহ পাঁচজন লাশটি একটি অ্যাম্বুলেন্সে তুলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
ইব্রাহীম বলেন, নিহত মোহন মোটরসাইকেল নিয়ে গাবতলীর দিকে যাচ্ছিলেন, এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। মাথার ওপর দিয়ে ট্রাকটি তুলে দেন চালক, এতে মোহনের মাথা থেঁতলে যায়। মোটরসাইকেলটি ২০ মিটার দূরে গিয়ে পড়ে। ট্রাকচালক পরে ট্রাকটি রেখে পা⛎লিয়ে যান। ট্রাকটিকে আটক করা হলেও কোনো পুলিশ না থাকায়, সেটিকে থানায় নেওয়া যায়নি।
নিহত মোহনকে হাসপাতালে 🧸নেওয়ার পর তার স্বজনদের খবর দেওয়া হয়। তাঁর গ্রামের বাড়ি জাম🐎ালপুর। বাবার নাম নাবু শেখ।