রাজধানꦑীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় নির্মাণাধীন🥃 ভবনের পাইলিংয়ের পাইপ ট্রাক থেকে নামানোর সময় চাপা পড়ে বশির (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শন𝓰িবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালে নিয়ে 😼গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত বশির বরগুনার বেতাগী উপজেলার ভোরা গ্রামের লাল মিয়া হাওলাদꦏারের ছেলে।বর্তমানে পুরান ঢ❀াকার আলু বাজার এলাকায় ভাড়া থাকতো।
নিহতের চাচতো ভাই মো. জাফর হাওলাদার জানান, আমার ভাই পেশায় একজন শ্রমিক। যাত্রাবাড়ীর কাজলা এলাকায় পাইলিংয়ের পাইপ পিকআপ ভ্যান থেকে আমিসহ বඣশির নামাচ্ছিলাম। এ সময় অসাবধানতাবশত পাইপ নামানোর সময় পাইপের নিচে চাপা পড়ে বশিল গুরুতর আহত হয়।পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্ব চিকিৎসক জানান আমার ভাইয়া আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরꦅিদর্শক বাচ♌্চু মিয়া জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে পুলিশকে জানানো হয়েছে