দ্রব্যমূল্য নꩵিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট ভে🀅ঙে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (১৫ অক্টোবর) খাদ্য ভবনে⛦র মূলগেটের সামনে ‘কৃ💞ষি পণ্য ওএমএস কর্মসূচি ২০২৪-এর উদ্বোধন’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
এসময় বাজারে যারা সিন্ডিকেট করছে, তাদের চিহ্নিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “কারা সিন্ডিকেট করছে, কারা চাঁদ🌊াবাজি করছে তাদের সামনে নিয়ে আসুꦬন। তাদের খুঁজে বের করতে এবং ধরতে আপনারা (সাংবাদিক) সহযোগিতা করুন।”
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। তবে প্রাকৃতিক🍸 দুর্যোগের কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে।”
সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ কিনা জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “প্রাকৃতিক দুর্যোগ সরকারের ব্যর্থতা হয় কীভাবে🍸? এতে কারও হাত নেই। মূলত, দুর্যܫোগের কারণেই দাম বাড়ছে।”
এদিকে রাজধানী ঢাকার ২০টি পয়েন্টে পাইলটিং হিসেবে এ কর্মসূচি চালু করা হয়েছে। দুটি প্যাকেজে পণ্য বিক্রি করা হচ্ছে; যাཧর একটিতে ৫ কেজি আলু, এক ডজন ডিম ও এক কেজি পে🦩ঁয়াজসহ রাখা হচ্ছে ৩৫০ টাকা। অপর প্যাকেজে রকমারি সবজির জন্য রাখা হচ্ছে ২৫০ টাকা।