রাজধানীতে বড় গাড়ির জন্য ৪০ ও মোটরসাইকেলের জন্য ৩০ কিলোমꦉিটার গতি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেছেন, “ঢাকা মহানগরীতে বৈধ ওভারটেকিংয়ের কোথাও ব্যবস্থা নেই। পরিস্থিতি বুঝে চালক বুদ্ধিমত্তা প্রয়োগ করে ওভারটেকিং করলে সমস্যা হবে না।”
মঙ্গলবার (১৪ মে) দুপুরে স🐻াংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা ♋বলেন।
ꦍরাজধানীর পরিবহনের বর্তমান চিত্র তুলে ধরে হাবিবুর রহমান বলেন, “যাত্রীবাহী গাড়ি সাধারণত কোনো সার্জেন্ট আট𓂃কাবে না। তবে সেই গাড়ি যদি গতিসীমা ভঙ্গ করে এবং দুর্ঘটনা ঘটায় সেক্ষেত্রে আটকানো হবে।”
ডিএমপি কমি🌄শনার বলেন, “গেটলক চেকিং সিস্টেমে টার্মিনাল থেকে নির্দিষ্টসংখ্যক যাত্রী নিয়ে বাস গন্তব্যে ছেড়ে যাওয়ার পর নির্দিষ্ট স্থান ছাড়া আর কোথাও দাঁড়াতে পারবে൲ না। টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে গন্তব্যে চলে যাবে। যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠানো-নামানেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
হাবিবু𝓀র রহমান বলেন, “যানজট কমানোর উদ্দেশ্যে মহাখালী থেকে যে গাড়িগুলো ছাড়বে, যেগুলো বনানীর আগে কোনোভাবেই পার্কিং করতে পারবে না, কোনো যাত্রী তুলবে না এবং নামাত🐭েও পারবে না।”
হাবিবুর রহমান আরও বলেন, “ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমে দেখা গেছে🤡, কো♛নো কোনো গাড়ি এই নিয়ম অমান্য করছে। নিয়ম না মানায় ইতোমধ্যে ১৫টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।”