• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পানিসংকট নিরসনে ওয়াসার ১০ মনিটরিং টিম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪, ১২:০১ পিএম
পানিসংকট নিরসনে ওয়াসার ১০ মনিটরিং টিম
ঢাকা ওয়াসা। ছবি : সংগৃহীত

শুষ্ক মৌসুমে রাজধানীর পানি সংকট নিরসনে ১০টি মনিটরিং টিম গঠন করেছে 🅠ঢাকা ওয়াসা। রাজধানীতে পানির সমস্যা সমাধানে এসব টিম আগꦓামী জুলাই পর্যন্ত পানির ব্যবস্থাপনা কার্যক্রম মনিটরিং করবে।

রোববার (৭ এপ্রিল) 𓄧ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমির একটি অফিস আদেশের মাধ্যমে এই ১০টি মনিটরিং টিম গঠন করেন।

আদেশে শারমিন হক আমির জানান, পানি সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে গঠন করা এই ১০টি মনিটরিং টিম জোনভিত্তিক পামগুলো নিয়মিত ও আকস্মিক পরিদর্শন করবে। পাম-চালকরা যথানিয়মে দায়িত্ব পালন ক🌊রছেন কি না, সে বিষয়ে নিশ🉐্চিত হবে টিমগুলো। পরিদর্শনকালে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সুপারিশ প্রশাসনকে লিখিতভাবে অবহিত করতে হবে।

আদেশে আরও বলা হয়, পরিদর্শনের সময় এসব মনিটরিং টিম যদি কোনো ত্রুটি বা পাম্প বন্ধ পায়, তাহলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ১০টি টিমের আহ্বায়করা সাপ্তাহিক প্রতিবেদন ব্যবস্থাপনা পরিচালকের কাছে দাখিল করবেন। টিমগুলো আগামী জুলাই পর্যন্ত তাদের কার্য🌌𝐆ক্রম পরিচালনা করবে।

ওয়াসার কর্মকর্তারা জানান, ভূগর্ভস্থ পানꦏির স্তর নেমে যাওয়ায় রাজধানীর অনেক জায়গায় গভীর নলকূপ থেকে পানির উৎপাদন কমেছে। রমজানে প💃ানির চাহিদা বেড়ে যাওয়া এবং বিভিন্ন এলাকায় চাহিদার তুলনায় গভীর নলকূপ কম থাকায় এই সমস্যা দেখা দিয়েছে। 

Link copied!