❀রাজধানীর সেগুনবাগিচাꦅয় বারডেম-২ হাসপাতালের গলিতে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেꦦট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার (এডিসি) শাহ আলম🌠 মো. আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহ আলম মো. আখতারুল ইসলাম বলেন, রাত সাড়ে ৮টার দিকে ♓সেগুনবꦰাগিচায় বারডেম-২ হাসপাতালের গলি থেকে কয়েকজন ঝটিকা মিছিল বের করেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া দেয়। পরে পালিয়ে যাওয়ার সময় তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ওই এলাকায় পুলিশের টহল টিম কাজ করছে বলে জানান আ👍খতারুল ইসলাম।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সামনে ফের চারটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। ঘটনা♛য় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা য🗹ায়নি।
একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ এফ হলের বিপরীত𓆉 পাশের রাস্তায় নীলক্ষেত তোরণ গেটের পাশে একটি মোটরসাইকেল থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়।