উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ৯৮০ কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মূ🎀খ্যমন্ত্রী ডা. ꦗমানিক সাহা।
শনিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় মূখ্যমন্ত্রী মানিক সাহার পক্ষে ত্রিপুরা হর্ট𝔉িকালচারের পরিচালক ফনী ভূষণ জমাতিয়া চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের এএসও নবুল সোণোয়ালের কাছে🌳 আনারসগুলো তুলে দেন।
এ বিষয়ে ত্রিপুরা হর্টিকালচারের পরিচালক ফনী ভূষণ জম𓆉াতিয়া বলেন, “ভারতের ত্রিপুরার মূখ্💝যমন্ত্রী ডা. মানিক সাহা শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ত্রিপুরার বিখ্যাত কিউভেইরাটিস জাতের আনারস পাঠিয়েছেন। এর মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও সুদৃঢ় হবে। আমরা খুব আনন্দিত আমাদের এই বিখ্যাত আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে দিতে পেরে।”