ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন ৩৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদ𒁏ের মধ্যে চারজন যুগ্ম কমিশনার, ১২ জন উপকমিশনার, ১১ জন অতিরিক্ত উপকমিশনার ও ১০ জন সহকারী কমিশনার রয়েছেন।
সোমবার (১০ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাস𒁃ান স্ব♚াক্ষরিত ৪টি পৃথক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
যুগ্ম কমিশনারদের মধ্যে, ট্রাফিক দক্ষিণের খꦿন্দকার ফরিদুল ই꧋সলামকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম), প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের হামিদা পারভীনকে ডিএমপি সদর দপ্তরে, মোহাম্মদ কামরুজ্জামানকে ট্রাফিক দক্ষিণে এবং মোহাম্মদ শহীদুল্লাহকে প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে বদলি করা হয়েছে।
উপকমিশারের মধ্যে, ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের মোহাম্মদ মাহবুব হাসানকে ডিএমপি সদর দপ্তরে, ট্রাফিক তেজগাঁও বিভাগের মোস্তাক আহমেদকে ডিএমপি সদর দপ্তরে; প্লানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স বিভাগের মো. জাফর হোসেনকে ডিএমপি সদর দপ্তরে; ট্রাফিক গুলশান বিভাগের আব্দুল মোমেনকে ডিএমপি সদর দপ্তরে; এ এফ এম তারিক হোসেন খানকে মিরপুর ও তেজগাঁও বিভাগ ট্রাফিকে; মুহাম্মদ তালেবুর রহমানকে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগে; ট্রাফিক লালবাগ বিভাগের সালমা সৈয়দা পলিকে ট্রাফিক লালবাগ ও ওয়ারী বিভাগে; ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের মো. ফারুক হোসেনকে ডিএমপি সদর দপ্তরে; দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে; মোহাম্মদ মাসুদ রানাকে প্লানিং, রিসার্চ অ্যান্🙈ড হিউম্যান রিসোর্স বিভাগে, মো. তারেক মাহমুদকে ট্রাফিক গুলশান ও উত্তরা বিভ𝓰াগে এবং ট্রাফিক উত্তরা বিভাগের সুমন দেবকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
অতিরিক্ত উপকমিশনারের মধ্যে, মোহাম্মদ রাকিব খাঁনকে ট্রাফিক মিরপুর ও তেজগাঁও বিভাগে; মো. মোনতাছির রহমানকে ডিএমপি সদর দপ্তরে; মো. শরিফুল আলমকে ডিএমপি সদর দপ্তরে; মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েলকে ডিএমপি সদর দপ্তরে; রফিউদ্দীন আহমেদ যোবায়েরকে গোয়েন্দা মতিঝিল বিভাগে; মো. আকরামুল হাসানকে ক্রাইম-২ বিভ🍰াগে; মোহাম্মদ আফতাব উদ্দিনকে অপারেশনস-২ বিভাগে; এস এম আল-বেরুনীকে প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগে; মাঈন উদ্দিন চৌধুরীকে প্রসিকিউশন-১ বিভাগে; মহিউদ্দীন আহমেদকে পরিবহন বিভাগে এবং মো. শরিফুর রহমানকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
এছাড়া সহকারী কমিশনারের মধ্যে, মো. ফয়েজ ইকবালকে খিলগাঁও জোনে; তানভীর হাসানকে ট্রাফিক রমনা জোনে; নব কুমার বিশ্বাসকে ডিএমপি সদর দপ্তরে; সাকিব হোসাইনকে ডিএমপি সদর দপ্তরে; মো. মাসুদ রানাকে ট্রাফিক ধানমন্ডি জোনে🃏; মো. আকতারুজ্জামানকে ট্রাফিক যাত্রাবাড়ীতে; মো. মাসুদ রানাকে মোহাম্মদপুর জোনে; শান্তা ইয়াছমিনকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্ট⭕িগেশন বিভাগে; তানজিল আহমেদকে ডিএমপি সদর দপ্তরে ও মো. আসলাম সাগরকে ট্রাফিক মোহাম্মদপুর জোনে বদলি করা হয়েছে।