বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় রাজধানীর পূর্ব বাড্ডা টেকপাড়া এলাকায় একটি বাড়ি থেকে ৬৫টি হাতবোমাসহ ꦜগ্রেপ্তার তিন আসামিকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ শুনানি শেষে এই রিমান্ডের⛄ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, ফাহিম রহমান আব্দুল্লাহ, মিলন ও আকুল ম꧙িয়া।
মাম𓃲লার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদরඣ্শক (এসআই) সাহাবুদ্দিন মুন্সী আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার (২২ মে) রাতে🐲 পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬৫টি হাতবোমা উদ্ধার করে র্যাব। এ🙈 সময় তিনজনকে আটক করা হয়।
এ ঘটনায় র⛎্যাব-৩ এর পুলিশ ইন্সপেক্টর (শহর ও যানবাহ) রফিকুল ইসলাম বাড্ডা থানায় বিস্ফোরক🅰 দ্রব্য আইনে মামলা করেন।